শ্যাম বন্ধু না বলিহ আর।
গুরু গরবিত মোর যাউ ছারে খার।।
না যাইব ঘরে বন্ধু রহিব কাননে।
কি করিবে আর পাপ ননদীবচনে।
তুয়া পায়ে সোঁপিয়াছি তনু মন প্রাণ।
দিবস রজনি তোমা বিনে নাহি আন।।
অন্তরে বাহিরে বন্ধু তুমি কেবল সার।
এই দেখ তোমারে করিব গলার হার।।
রায় বসন্ত কহে আর কথা নাই।
যে পণ করিলে তুমি হইল তাহাই।।