শ্যাম-মুখ হেরি আকাশের বিধূ
মলিন হইয়াছিল।
এখন পূর্ণ কলা হয়ে উদয় হউক
এখন সে চাঁদ গেল।।
কানুর সে দুটি নয়ান হেরিয়া
খঞ্জন আছিল কতি।
এখন আসিয়া ফিরুক নাচিয়া
মাথুর পরাণপতি।।
পিয়ার নাসার গঠন দেখিয়া
খগেন্দ্র গেছিল দূর।
এখন আনন্দে পরম সানন্দে
দেখা দেও অনুকূল।।
কানুর অধর সুরঙ্গ দেখিয়া
বান্ধুলি মলিন ছিল।
আপনার রঙ্গ করুক সুন্দর
এবে শুভদশা ভেল।।
দশন হেরিয়া কুন্দ সে কুসুম
কলিকা নাহিক হয়ে।
লজ্জিত হইয়া বিকশিত দশা
দীন চণ্ডীদাস কয়ে।।