শ্যাম শুক পাখী সুন্দর নিরখি
ধরিলাম নয়ন ফাঁদে।
হৃদয় পিঞ্জরে রেখেছিলাম তারে
মনের শিকলে বেন্ধে।।
তারে প্রেম পয় পান দিয়ে।
দিয়ে করতালি শিখাইলাম বুলি
ডাকিত রাধা বলিয়ে।।
বিশ্বাসঘাতক কাটিয়া শিকল
পালায়ে এসেছে উড়ে।
খুঁজিতে খুঁজিতে পাইলাম শুনিতে
কুব্জা রেখেছে ধরে।
আপনার বোন করিয়া গ্রাথন
শ্রীমতী পাঠাইলো মোরে।
দোহাই মহারাজ কহিতে বাসি লাজ
যার পাখী দাও তারে।
গদাধর দ্বিজে তজবিজে যে
পেতে পারে পারে।।