শ্রীদাম সুদাম সুবল অরে ভাই।
বেলা অবসান হল্য চল ঘরে যাই।।
পাল জড় করিঞা আনহ বসুদাম।
অবিলম্বে নিজ ঘরে করহ পয়ান।।
বিলম্ব হইলে ভাই এই দূর বনে।
যশোমতী নন্দ ঘোষ মরিবে জীবনে।।
বিহানে জননী মোরে বন পাঠাইঞা।
সেই হত্যে আছে রাণী পথ পানে চাঞা।।
ঘন ঘন শিঙ্গারব কর বলরাম।
শুনিঞা মায়ের যেন জুড়াএ পরাণ।।
শ্রীনন্দকিশোর কহে বিনতি করিঞা।
দিবানিশি কান্দে প্রাণ মায়ের লাগিঞা।।