শ্রীশ্রীচাঁচড় কীর্ত্তন

‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হারে রাম।।’’


”শ্রীগুরু–প্রেমানন্দে নিতাই–গৌর–হরিবোল।।”


‘‘আজ হোরি খেলব শ্যাম তোমার সনে।
একলা পেয়েছি নিতাই-গৌর-হরিবোল।।’’

ওহে বাঁকা শ্যাম শ্যাম হে—

‘‘শুন ওহে বনমালী, ভাঙ্গব তোমার নাগরালী,
কুঙ্কুম মারিব তোমার বাঁকা নয়নে।।’’

ওহে বাঁকা শ্যাম শ্যাম হে—

‘‘শুন ওহে মুরলীধারী, ভাঙ্গব তোমার ভারিভুরি,
পিচকারী মারিব তোমার পীতবসনে।’’

ওহে বাঁকা শ্যাম শ্যাম হে—

‘‘শুন ওহে গিরিধারী, ভাঙ্গব তোমার চাতুরালী,
কুঙ্কুম মারিব তোমার রাঙ্গা (চরণে) বয়ানে।।’’

সামাল সামাল হে

একলা পেয়েছি তোমায়—সামাল সামাল হে

—–

‘‘হোরিরঙ্গে বিহরত আমার গৌর নিত্যানন্দ।
গৌর নিত্যানন্দ আমার শ্রীঅদ্বৈত চন্দ্র।।’’

হোরিরঙ্গে বিহরই রে
এই নবদ্বীপ মাঝে বিহরই রে

‘‘গৌর নিত্যানন্দ আমার শ্রীঅদ্বৈত চন্দ্র।।
গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।
আবির উড়ায়ত যত ভক্তবৃন্দ।।’’

হো হো হোরি

আজ মেনে নবদ্বীপে—হো হো হোরি
গৌর নিতাই নবদ্বীপে—হো হো হোরি

‘‘হোরিরঙ্গে বিহরত আমার গৌর নিত্যানন্দ।’’


——


‘‘হোরিরঙ্গে বিহরত আমার বিহরত আমার-শ্রীরাধা গোবিন্দ।
শ্রীরাধা গোবিন্দ আমার প্রাণ রাধা গোবিন্দ।।’’

হোরিরঙ্গে বিহরই রে
মধুর শ্রীবৃন্দাবনে বিহরই রে

‘‘ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দা।
আবির উড়ায়ত যত সখীবৃন্দ।।’’

হো হো হোরি

আজ মেনে বৃন্দাবনে—হো হো হোরি

‘‘আবির উড়ায়ত যত সখীবৃন্দা।।
শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ।।
হোরিরঙ্গে বিহরই আমার শ্রীরাধা গোবিন্দ।’’


——-


‘‘হোরিরঙ্গে বিহরই আমার শ্রীরাধারমণ।
শ্রীরাধারমণ আমার প্রাণ রাধারমণ।।’’

হোরিরঙ্গে বিহরই রে

আজ মেনে নবদ্বীপে—হোরিরঙ্গে বিহরই রে

‘‘শ্রীরাধারমণ আমার প্রাণ রাধারমণ।।
আবির উড়ায়ত যত ভক্তগণ।’’

হো হো হোরি

আবির উড়ায়ত—হো হো হোরি
সামাল সামাল বলে—হো হো হোরি

‘‘আবির উড়ায়ত যত ভক্তগণ।
হোরিরঙ্গে বিহরই আমার শ্রীরাধারমণ।।’’
‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’
‘‘শ্রীগুরু-প্রেমোনন্দে নিতাই-গৌর-হরিবোল।।’’



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ