শ্রীশ্রীনিবাসাচার্য্য ঠাকুরের সূচক-কীর্ত্তন
(কার্ত্তিক—শুক্লাষ্টমী তিথি)
——০—–
‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল’’
‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।

‘‘ও-মোর জীবন-প্রাণ, পরম-করুণাবান্‌,’’

পরম-করুণাবান্‌

ও-মোর জীবন-প্রাণ—পরম করুণাবান

‘‘আচার্য্য-ঠাকর শ্রীনিবাস।’’
প্রাণভরে জয় দাও ভাই

আচার্য্য-ঠাকুর-শ্রীশ্রীনিবাসের—প্রাণভরে জয় দাও ভাই

[মাতন]

‘‘জিনিয়া কাঞ্চন দেহ,জগতে বিদিত যেঁহ,
শ্রীচৈতন্য-প্রেমের প্রকাশ।।’’

শ্রীচৈতন্য-প্রেমের প্রকাশ

আচার্য্য-ঠাকুর শ্রীনিবান—শ্রীচৈতন্য-প্রেমের প্রকাশ

[মাতন]
জগজনে সবাই বলে

চৈতন্য-প্রেমের প্রকাশ বলে—জগজনে সবাই বলে

অনুভব কর ভাই রে
প্রকট শ্রীনিবাসরূপেতে

গৌর গৌর-আস্বাদিতে—প্রকট শ্রীনিবাসরূপেতে

[মাতন]
গৌর প্রকট শ্রীনিবাসরূপেতে

নিজ,–নাম-রূপ-গুণ-লীলা আস্বাদিতে—গৌর প্রকট শ্রীনিবাসরূপেতে

[মাতন]
এ যে,–আস্বাদনের লীলা রে
ভোগময় গৌরাঙ্গ-লীলা

অভিনব নিজ-রস—ভোগময় গৌরাঙ্গ-লীলা

এল শ্রীনিবাসরূপ ধরি’

রসভূপ গৌরহরি—এল শ্রীনিবাসরূপ ধরি’
আস্বাদিতে স্ব-মাধুরী—এল নিবাসরূপ ধরি’

[মাতন]
অপূর্ব্ব চরিত রে

আচার্য্য-ঠাকুর-শ্রীশ্রীনিবাসের—অপূর্ব্ব চরিত রে

‘‘জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ।
জয়াদ্বৈতচন্দ্র জয় গৌর-ভক্তবৃন্দ।।
জয় জয় শ্রীজাহ্নবা জয় বীরচন্দ্র।
জয় জয় কলিযুগের হরিনাম মন্ত্র।।
জয় জয় শ্রীনিবাস আচার্য্য ঠাকুর।
যাঁর শিষ্য রামচন্দ্র প্রেমের অঙ্কুর।।’’

যাঁর শিষ্য রামচন্দ্র
রামচন্দ্র যাঁর শিষ্য

আত্ম-সমর্পণে আদর্শ—রামচন্দ্র যাঁর শিষ্য

[মাতন]

‘‘যাঁর শিষ্য রামচন্দ্র প্রেমের অঙ্কুর।।
জয় জয় শ্রোতাগণ কর অবধান।
গৌর-গোবিন্দ-লীলা যাঁর মন-প্রাণ।।
আচার্য্য-ঠাকুরের জন্ম হৈল যেন মতে।
ভক্তি করি’ শুন ভাই দৃঢ় করি’ চিতে।।
ভাগীরথী-তীরবর্ত্তী শ্রীচাখন্দি গ্রাম।
তথা বৈসে বিপ্র, শ্রীচৈতন্যদাস নাম।।
চৈতন্যদাসের অলৌকিক ভক্তি-ক্রিয়া।
তৈছে তাঁর পত্নী পরিব্রতা লক্ষ্মীপ্রিয়া।।
অপুত্রক কিন্তু নাই কোনই বাসনা।
প্রভুর ইচ্ছাতে হৈল পুত্রের কামনা।।
শ্রীচৈতন্যদাস বিপ্র কহে পত্নী-স্থানে।
অকস্মাৎ পুত্রের কামনা হৈল মনে।।
লক্ষ্মীপ্রিয়া কহে শীঘ্র চল নীলাচল।
প্রভুর দর্শনে পূর্ণ হইবে সকল।।
ইহা শুনি’ চৈতন্যদাসের হর্ষ হিয়া।
চলিলেন শীঘ্র দোঁহে যাজিগ্রাম দিয়া।।
কতদিনে নীলাচলে উত্তরিলা গিয়া।
প্রভুর দর্শন লাগি’ উৎকণ্ঠিত হিয়া।।
অন্তর্য্যামী প্রভু সেই সিংহদ্বার-পথে।
আইলেন নিজ-প্রিয় পরিকর-সাথে।।
শ্রীকৃষ্ণচৈতন্য-প্রভু চাহি নেত্র-কোণে।
কৃপা-সুধা বৃষ্টি কৈলা বিপ্র-ভাগ্যবানে।।
প্রভুর আদেশে প্রভু-পরিকর-সনে।
চলিলেন বিপ্র জগন্নাথ-দরশনে।।
সচল অচল ব্রহ্ম দোঁহে এক ঠাঁই।’’

সচল-ব্রহ্ম গৌরহরি

অচল-ব্রহ্ম জগন্নাথ—সচল-ব্রহ্ম গৌরহরি

‘‘সচল অচল ব্রহ্ম দোঁহে একঠাঁই।
দেখি’ বিপ্র-মনে যে আনন্দ অন্ত নাই।।
করিল অনেক স্তুতি সঙ্গোপন করি’।
হাসিয়া বিপ্রের পানে চাহে গৌরহরি।।
জগন্না-চরণে বিপ্রেরে সমর্পিল।
ভঙ্গী করি’ গৌড়দেশে যাইতে আজ্ঞা দিল।।’’
হেথা– ‘‘একদিন নীলাচলে শ্রীগৌর-সুন্দর।
বসিয়া আছেন প্রভু-সঙ্গে পরিকর।।
নিরন্তর মহাভাবে গর গর মন।
পরিকরে চাহি বলে শ্রীচন্দ্র-বদন।।
তোমা সবা লইয়া মুঞি এথা করি বাস।
ভবিষ্যৎ ভাবি’ মুঞি মনে পাই ত্রাস।।’’

মনেতে ত্রাস আমার

ভবিষ্যৎ করি’ বিচার—মনেতে ত্রাস আমার

‘‘মোর দত্ত অনর্পিত-মহাপ্রেম-সার।
ভবিষ্যতে কে বা তাহা করিবে প্রচার।।’’

কে বিলাবে প্রেমধনে

মোর লীলা সঙ্গোপনে—কে বিলাবে প্রেমধনে

তাই মনে ত্রাসের সঞ্চার

পরে,–কে করিবে প্রেমের প্রচার—তাই মনে ত্রাসের সঞ্চার

‘‘এত কহি প্রভু মহা দুঃখিত-অন্তরে।
জগন্নাথে মনঃ-কথা জানাবার তরে।।
সর্ব্বভক্ত-সঙ্গে প্রভু করিলা গমন।
পশ্চাতে রাখিতে প্রেম কৈলা নিবেদন।।
চৌদ্দ-হাত দোলন-মালা গলার ছিঁড়িল।
আনিয়া পূজারী প্রভুর আগেতে ধরিল।।
আনন্দিত হইয়া প্রভু আইলা আবাসে।
শয্যা-পরে জগন্নাথ কহে হেসে হেসে।।
আজু এক ব্রাহ্মণ আইল পুত্রে কারণে।
ইঁহা রহি দেশে গেলা এই অল্পদিনে।।
যখন দর্শনে আইল মাগিল পুত্র-বর।
রোদন করিল সদা কাতর-অন্তর।।
বিপ্রেরে ব্যাকুল দেখি দয়া বড় হৈল।
সন্তুষ্ট হইয়া তারে পুত্রবর দিল।।
চৈতন্যদাস-আচার্য্য তার নাম হয়।
সেই মহাযোগ্যপাত্র প্রেম-মূর্ত্তিময়।।
প্রেম-সমর্পণ তুমি করিবে তার স্থানে।
অনুতাপ আর যেন না করে ব্রাহ্মণে।।
সেইকালে মহাপ্রভুর হইল চেতন।
জগন্নাথ বলি’ বহু করিল রোদন।।
নিশ্চিন্তে প্রাতে প্রভু কীর্ত্তন আরম্ভিল।
জগন্নাথের জগমোহনে নাচিতে লাগিল।।
জগন্নাথের হাস্য দেখি প্রভুর হাস্য হৈল।
আজ্ঞাক্রমে চৈতন্যদাসে প্রেম পাঠাইল।।
জগন্নাথ-সম্মুখে প্রভু যোড়-হাত করি’।
শ্রীনিবাস শ্রীনিবাস বলি’ কাঁদে উচ্চ-করি’।

উচ্চ-করি’ গৌর কাঁদে

শ্রীনিবাস নাম ধরে—উচ্চ করি’ গৌর কাঁদে
চেয়ে,—জগন্নাথের বদন-কমলে—উচ্চ-করি’ গৌর কাঁদে
শ্রীনিবাসে প্রকট করিবারে—উচ্চ-করি’ গৌর কাঁদে

শ্রীনিবাসে আকর্ষিলেন

নীলাচলে জগন্নাথ-আগে—শ্রীনিবাসে আকর্ষিলেন
ভবিষ্যতে,–নাম প্রেম প্রচারিতে—শ্রীনিবাসে আকর্ষিলেন

‘‘সঙ্কীর্ত্তন-অন্তে পুছে পারিষদগণ।
শ্রীনিবাস বলি’ কাঁদ কহ ত’ কারণ।।’’

কেন,–শ্রীনিবাস নাম ধরে ডাক

এত ব্যাকুল হয়ে তুমি—কেন,–শ্রীনিবাস নাম ধরে ডাক
সে,–কে তোমার কোথা নিবাস—কেন,–শ্রীনিবাস নাম ধরে ডাক

‘‘প্রভু কহে পুত্র লাগি’ আইল যে ব্রাহ্মণ।
শ্রীনিবাস নামে তার হইবে নন্দন।।
জগন্নাথের আজ্ঞাতে সেই পুত্র হবে।
রাধাকৃষ্ণ-লীলাতে জগত ভাসাইবে।।
মোর শুদ্ধ-প্রেমের স্বরূপ শ্রীনিবাস।’’

আসবে শ্রীনিবাস-রূপে
আমার প্রেম,–আসবে শ্রীনিবাস-রূপে

রাধাকৃষ্ণ-লীলায় জগৎ ভাসাইতে—আমার প্রেম,–আসবে শ্রীনিবাস-রূপে

‘‘মোর শুদ্ধ-প্রেমের স্বরূপ শ্রীনিবাস।
তারে দেখি’ সর্ব্বচিত্তে বাড়িবে উল্লাস।।
শ্রীরূপাদি-দ্বারে ভক্তিগ্রন্থ প্রকাশিব।
শ্রীনিবাস-দ্বারে শ্রীগ্রন্থরত্ন বিতরিব।।
মোর নাম-প্রেম-রসে ভাসাবে সংসার।
সত্য সত্য সত্য করি’ শুন সারোদ্ধার।।’’

করবে আমার নাম-প্রেম প্রচার

সেই শ্রীনিবাস প্রাণ আমার—করবে আমার নাম-প্রেম প্রচার
শ্রীনিবাস আমার প্রেমের অবতার—করবে আমার নাম-প্রেম প্রচার

‘‘এথায় চৈতন্যদাস গেলা নিজ-ঘরে।
পুত্রের নিমিত্ত বিপ্র পুরশ্চরণ করে।।
সাত পুরশ্চরণ কৈল গঙ্গার সমীপে।
স্বপ্নচ্ছলে আজ্ঞা কৈল গৌরবর্ণ-রূপে।।
জন্মিব অপূর্ব্ব পুত্র নাম শ্রীনিবাস।’’

চিন্তা না করিহ বিপ্র

স্বপ্নচ্ছলে বলিল গৌর-চিন্তা না করিহ বিপ্র
অবিলম্বে পাবে পুত্র—চিন্তা না করিহ বিপ্র

‘‘জন্মিব অপূর্ব্ব পুত্র নাম শ্রীনিবাস।
তার দ্বারে হইবেক প্রেমের প্রকাশ।।’’

করিবে শ্রীনাম-প্রেমের প্রচার

শ্রীনিবাস-রূপে পুত্র তোমার—করিবে শ্রীনাম-প্রেমের প্রচার

‘‘লক্ষ্মীপ্রিয়ায় আজ্ঞা হইল মস্তকে হাত দিয়া।
জন্মিব অপূর্ব্ব পুত্র থাক আনন্দিত হৈয়া।।
প্রভুর হস্ত-স্পর্শ মাত্রে প্রেমে মত্ত হৈলা।
চেতনা পাঞা লক্ষ্মীপ্রিয়া কাঁদিতে লাগিলা।।’’

লক্ষ্মীপ্রিয়া ভাসে নয়ন-জলে

হা প্রাণ-গৌরাঙ্গ বলে—লক্ষ্মীপ্রিয়া ভাসে নয়ন-জলে

‘‘লক্ষ্মীপ্রিয়া কহে আচার্য্য হও সাবধান।
আমার শরীরে দেখ মহাপুরুষ অধিষ্ঠান।।’’

মহাপুরুষের অধিষ্ঠান

আমার শরীরে—মহাপুরুষের অধিষ্ঠান
প্রাণ-গৌরাঙ্গের হস্ত-স্পর্শে—মহাপুরুষের অধিষ্ঠান

‘‘প্রবেশ করিতে প্রেমে আনন্দ হৃদয়।
অনায়াসে গেল সব যবনের ভয়।।
এযাবৎ লোক সব বলে দুর্গা শিব।
এবে কৃষ্ণ-নাম বিনা নাহি লবে জীব।।’’

এবে,–লবে সবে কৃষ্ণ-নাম

হল,–মহাপুরুষের অধিষ্ঠান—এবে,–লয়ে সবে কৃষ্ণ-নাম

‘‘হেথা এক প্রাচীন বিপ্র জমিদারে কয়।
রাধাকৃষ্ণ-নামে যে গ্রাম উজাড় হয়।।
দুর্গাদাস জমিদার বলে ঢুলিয়ায়।
শিব-দুর্গা-নাম বিনা যেন কেহ নাহি লয়।।
ঢুলিয়া ঢোলেতে বাড়ি প্রথম ত’ দিল।
রাধা-কৃষ্ণ-শব্দ ঢোলে বাজিতে লাগিল।।
ঢোলের শব্দেতে সর্ব্বলোক মত্ত হৈলা।
রাধাকৃষ্ণ-বলি’ সবে নাচিতে লাগিলা।।
নাচিতে নাচিতে গেলা চৈতন্যদাস-ঘরে।
জমিদারে দেখি বিপ্র কাতর-অন্তরে।।
মান্য করি’ তাহারে আসনে বসাইলা।
আদর করিয়া সর্ব্বলোক বিদায় দিলা।।
ভক্ষণ করিল রায় আচার্য্যের ঘরে।
শয়ন করি’ রহিলেন আনন্দ-অন্তরে।।
স্বপ্নে রায় শুনে খোল-করতালের ধ্বনি।
চেতন পাইয়া শুনে আরও অপরূপ-বাণী।।
লক্ষ্মীপ্রিয়া পতিরে কহে করি’ সম্বোধনে।
গৌরবর্ণ দুই শিশু নাচে সঙ্কীর্ত্তনে।।
মোর সাাথে হাসি হাসি ধরিয়া শ্রীচরণে।
আজ্ঞা কৈল দশমাস থাক সাবধানে।।
পুনরায় নাচিব আমি তোমার অঙ্গনে।’’

নাচিব তোমার অঙ্গনে

স্বরূপে প্রকাশ হয়ে—নাচিব তোমার অঙ্গনে

নাম-প্রেমে জগৎ ভাসাব

শ্রীনিবাসরূপে আমি আসব—নাম-প্রেমে জগৎ ভাসাব

[মাতন]
জগৎ ভাসাব প্রেমবন্যায়

তোমার,–অঙ্গনে নাচব পুনরায়—জগৎ ভাসাব প্রেমবন্যায়

[মাতন]

‘‘দুর্গাদাস শয্যায় বসি’ করয়ে দর্শনে।
শুনিল সকল-কথা দেখিল স্বপনে।।
প্রেমে মত্ত হৈলা রায় স্থির নাহি বাঁধে।
পড়য়ে ধরণীতলে ফুকারিয়া কাঁদে।।
গৌরবর্ণ-শিশু আমার ইষ্ট পাসরাইল।
রাধাকৃষ্ণ-নাম মোর দেহ প্রবেশিল।।
হেন শ্রীনিবাস-পায়ে মোর নমস্কার।
গর্ভে রাধাকৃষ্ণ-নামে ভাসাইল সংসার।।
নবদ্বীপে সর্ব্ব জীবে নারিল লওয়াইতে।
গর্ভে শ্রীনিবাস লওয়াইল চাখন্দিতে।।
দশমাস দশদিন পূর্ণ যবে হইল।
শুভক্ষণ করি’ বালক ভূমিষ্ঠ হইল।।’’

হল-সবাই প্রেমে উনমত

দেখি’, প্রেমের মূরতি সুত-হল,–সবাই প্রেমে উনমত

‘দিনে দিনে বাড়ে পুত্র যেন শশীকলা।
রূপে গুণে দশদিক করিলেক আলা।।
কিবা কাঁচা-সোণার বরণ তনুখানি।
কিবা সে মুখের কথা সুমধুর বাণী।।
একদিন লক্ষ্মীপ্রিয়া মনের উল্লাসে।
শ্রীনিবাস প্রতি কহে সুমধুর-ভাসে।।
ওরে বাপ বল দেখি গৌর বিশ্বম্ভর।
লক্ষ্মী-বিষ্ণুপ্রিয়া-পতি শচীর-কুমার।।
গদাধর-প্রাণনাথ শ্রীশ্রীবাসেশ্বর।
শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ হলধর।।
বল দেখি শ্রীঅদ্বৈত প্রভু দয়াময়।
বল দেখি রাধাকৃষ্ণ শ্রীনন্দ-তনয়।।
শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন।
ঐছে কহে প্রভু-পরিকর-নামগণ।।
শুনি শ্রীনিবাস অতি-উল্লাস-অন্তরে।
কিছু উচ্চারয়ে কিছু উচ্চারিতে নারে।।’’

সগণে গৌর-নাম বলে

শ্রীনিবাস আধ আধ বোলে—সগণে গৌর-নাম বলে

‘‘শুনি’ সে অমৃত-বাক্য জুড়ায় শ্রবণ।
পরম-আনন্দে করে পুত্রের পালন।
কতদিন-পরে চূড়াকরণ হইল।
শ্রীযজ্ঞোপবীত স্কন্ধে অপূর্ব্ব শোভিল।।
অল্পকালে সকল-শাস্ত্রেতে হইল জ্ঞান।
সদা সুনির্ন্মল-ভক্তি পথে সাবধান।।
গৌর-গুণে মগ্ন শ্রীনিবাসের অন্তর।
শ্রীপিতামাতার সেবা করে নিরন্তর।।
একদিন শ্রীগৌরাঙ্গের সুচারু-চরিত।
জিজ্ঞাসেন পিতা-স্থানে হৈয়া উল্লসিত।।
শুনিয়া পিতার মুখে শ্রীগৌরাঙ্গ-প্রসঙ্গ।
শ্রীনিবাস অধৈর্য্য ধরিতে নারে অঙ্গ।।
আত্ম বিস্মরিত শ্রীনিবাস প্রেমাবেশে।
নিতি নিতি ঐছে জিজ্ঞাসয়ে পিতা-পাশে।।’’

বলে,–বল বল বাবা বল

নির্ম্মল-গৌর-চরিত্র—বলে,–বল বল বাবা বল
আর কিছু লাগে না ভাল—বলে,–বল বল বাবা বল

বল বল বাবা গৌর-কথা

জুড়াইব প্রাণের ব্যথা—বল বল বাবা গৌর-কথা

‘‘চাখন্দি নিকটে যে যে ভক্তের আলয়।
তথা শ্রীনিবাসের গমন সদা হয়।।
শ্রীগোবিন্দ ঘোষ আদি অধৈর্য্য অন্তরে।
শ্রীগৌরচন্দ্রের লীলামৃতে সিক্ত করে।।
তিলে তিলে কি অদ্ভুত স্নেহের প্রকাশ।
সবে কহে গৌরপ্রেম-মূর্ত্তি শ্রীনিবাস।।’’

কহে সবে হইয়া উল্লাস

আমার,–গৌরপ্রেম-মূর্ত্তি শ্রীনিবাস—কহে সবে হইয়া উল্লাস

‘‘জিনিয়া কাঞ্চন দেহ, জগতে বিদিত যেহ,
শ্রীচৈতন্য-প্রেমের প্রকাশ।।
চৈতন্যের প্রিয় যত, করে স্নেহ অবরিত,
কহিতে কি জানি গুণগণ।
অল্প-বয়স হইতে, বিদ্যায় নিপুণ চিতে,
চিন্তে সদা চৈতন্য-চরণ।।’’
‘‘একদিন শ্রীসরকার-ঠাকুর স্নান করিতে।
শ্রীনিবাসে দেখিলেন যাজিগ্রাম-পথে।।’’


গঙ্গা-স্নান করতে যেতে
ঠাকুর শ্রীনরহরি—গঙ্গা-স্নান করতে যেতে
শ্রীখণ্ড হইতে—গঙ্গা-স্নান করতে যেতে

‘‘শ্রীনিবাসে দেখিলেন যাজিগ্রাম পথে।।
প্রভুর চরণ-স্মরণ আচম্বিতে হইল।
যেন বুঝি সেই মূর্ত্তি সাক্ষাৎ পাইল।।’’

শ্রীনিবাসে দেখে মনে হল

বুঝি বা,–গৌর সাক্ষাৎ প্রকট হল—শ্রীনিবাসে দেখে মনে হল

এ কি অপরূপ মূর্ত্তি

মনে গণে ঠাকুর শ্রীনরহরি—এ কি অপরূপ মূর্ত্তি

এ রূপ কি আনে হয়

বিনা গৌর রূপের আলয়—এ রূপ কি আনে হয়

‘‘শ্রীনিবাস নাম শুনি’ সুখ উপজির।
চৈতন্যের শক্তি দৃঢ় বিশ্বাস জন্মিল।।
আইস আইস বাপু তোমায় করি কোলে।
বক্ষে করি’ ভিজাইলা নয়নের জলে।।’’

শ্রীনিবাসে কোলে কৈলা

ঠাকুর-শ্রীনরহরি—শ্রীনিবাসে কোলে কৈলা
প্রেমেতে বিহ্লল হইলা—শ্রীনিবাসে কোলে কৈলা

বুঝি অনুভব করে

শ্রীনিবাসে পরশিয়ে—বুঝি অনুভব করে
প্রাণগৌর-অঙ্গ-সঙ্গ—বুঝি অনুভব করে

আজ,–বিলাস প্রেমের হইল মিলন

নরহরি শ্রীনিাস—আজ,–বিলাস প্রেমের হইল মিলন

অনুভব কর ভাই রে

শ্রীগুরুচরণ হৃদে ধরে—অনুভব কর ভাই রে

এবার সব মুর্ক্তিমন্ত

ব্রজে ব্যবহার ছিলা যত—এবার সব মূর্ত্তিমন্ত

মুরতি ধরেছে

শ্রীরাধাকৃষ্ণ-বিলাস—মুরতি ধরেছে
ঠাকুর-নরহরিরূপে—মুরতি ধরেছে

মুরতি ধরেছে

শ্রীগৌরাঙ্গ-প্রেম এবার—মুরতি ধরেছে
শ্রীনিবাসরূপে—মুরতি ধরেছে

সেই দোঁহার হল মিলন

আজ যাজিগ্রাম-পথে—সেই দোঁহার হল মিলন

নরহরি ভাসে নয়ন-জলে

শ্রীনিবাসে করি কোলে—নরহরি ভাসে নয়ন জলে

[মাতন]

‘‘বড় সাধ ছিল বাপু তোমারে দেখিতে।
এত কহি হস্তপদ্ম বুলান অঙ্গেতে।।
শ্রীনিবাস করযোড় করি’ নিবেদয়।
এই করো যেন মনোরথ পূর্ণ হয়।।’’

শ্রীনিবাসের মনে বাসনা

দেখব—পরাণ-গৌরাঙ্গসোণা—শ্রীনিবাসের মনে বাসনা

প্রাণগৌর দেখব নয়নে

শ্রীনিবাসের বাসনা মনে—প্রাণগৌর দেখব নয়ন

‘‘ঐছে কত কহি নেত্রে ধারা নিরন্তর।’’

ব্যাকুল হয়ে কাঁদে রে
বল বল ঠাকুর নরহরি

দেখতে পাব কি প্রাণ-গৌরহরি—বল বল ঠাকুর নরহরি

[মাতন]
সে-দিন হবে কত-দিনে

প্রাণগৌর পাব দরশনে—সে-দিন হবে কত-দিনে

[মাতন]

‘‘ঐছে কত কহি’ নেত্রে ধারা নিরন্তর।
ঠাকুর প্রবোধি’ আজ্ঞা কৈল যাহ ঘর।।
ঘরে যাইয়া বালক অস্থির হইল প্রেমে।
হাসে কাঁদে নাচে গায় ঘন পড়ে ভূমে।।
কতদিনে,– প্রেমভক্তিময়-মূর্ত্তি অতি-উৎকণ্ঠাতে।
নীলাচলে চলে শ্রীচৈতন্য-দর্শনেতে।।’’

আজ্ঞা দেহ ঠাকুর নরহরি

দেখতে যাব প্রাণ-গৌরহরি—আজ্ঞা দেহ ঠাকুর নরহরি

শুনেছেন ঠাকুর নরহরি

প্রহেলি পত্র—শুনেছেন ঠাকুর নরহরি

মনে মনে ভাবছেন

কখন জানি কি হয়—মনে মনে ভাবছেন

শ্রীনিবাসে কহিলেন
আর বিলম্ব করো না
যাও তুমি ত্বরা করি’

মধুর-শ্রীনীলাচল-পুরী—যাও তুমি ত্বরা করি’

[মাতন]
ত্বরা করি’ যাও শ্রীনিবাস

যদি,–গৌর দেখতে থাকে আশ’—ত্বরা করি যাও শ্রীনিবাস

[মাতন]

‘‘নীলাচলে চলে শ্রীচৈতন্য-দর্শনেতে।।’’

প্রাণগৌর দেখব বলে

সগণে শ্রীনীলাচলে—প্রাণগৌর দেখবে বলে

যায় নীলাচল-পথে

গৌর-দরশনে উৎকণ্ঠাতে—যায় নীলাচল-পথে

মনে মনে গণে রে
পাব কি দরশনে

শ্রীগৌরাঙ্গের চরণে—পাব কি দরশনে

‘‘মনে অভিলাষ করি’ যাইতে যাইতে।
প্রভুর অদর্শন বার্ত্তা পাইলেন পথে।।’’

অকস্মাৎ ব্রজাঘাত

নীলাচল-পথে যেতে—অকস্মাৎ ব্রজাঘাত
শুনি গৌর-অদর্শন-বাত—অকস্মাৎ ব্রজাঘাত

‘‘শ্রবণমাত্র মূর্চ্ছা হইয়া পড়িল ভূমিতে।’’

হা,–প্রাণের প্রাণ গৌর বলে

শ্রীনিবাস মুরছিত ভূমিতলে—হা,–প্রাণের প্রাণ গৌর বলে

‘দুঃখের সমুদ্র তাহা কে পারে কহিতে।।’’

বলে,–হায় বিধি কি শুনালে আমায়

শিরে করি’ করাঘাত—বলে,–হায় বিধি কি শুনালে আমায়

[মাতন]

কেন,—ব্রজপাত না কৈলে মাথায়—বলে,–হায় বিধি কি শুনালে আমায়

[মাতন]
হায়,–এ কি বচন শুনিলাম নির্ঘাত

শ্রীনিবাস বলে করি’ হা হুতাশ—হায়,–এ কি বচন শুনিলাম নির্ঘাত

[মাতন]

শিরে,–না হল কেন বজ্রাঘাত–হায়,–এ কি বচন শুনিলাম নির্ঘাত

হায় রে কোথায় যাব রে

প্রাণগৌর গেল চলে—হায় রে কোথায় যাব রে

হায়,–এ কি কথা শুনতে হল

এর-চেয়ে বজ্রাঘাত ভাল ছিল—হায়,–এ কি কথা শুনতে হল
মরণ বরং ভাল ছিল—হায়,–এ কি কথা শুনতে হল

[মাতন]

‘‘মূর্চ্ছিত হইয়া ভূমে পড়ে বার বার।
নেত্র ধারা দেখি’ প্রাণ বিদরে সবার।।
কত-শত করাঘাত করে নিজ-শিরে।’’

দেখতে পেলাম না বলে

প্রাণ-শচী-দুলালে—দেখতে পেলাম্ না বলে

‘‘ছিঁড়িয়া ফেলেন কেশ নখে বক্ষ চিরে।।’’

শ্রীনিবাস মনে গণে
আর পরাণে কি কাজ বল

গৌর যদি না মিলিল—আর পরাণে কি কাজ বল

এ-ছার-প্রাণে কাজ কি আছে

প্রাণগৌর যদি ছেড়ে গেছে—এ-ছার-প্রাণে কাজ কি আছে

আর বেঁচে কি ফল বল

আগুনে পুড়ে মরাই ভাল—আর বেঁচে কি ফল বল

আগুনেতে পোড়াব

এই,–গৌরাঙ্গ-বৈমুখী দেহ—আগুনেতে পোড়াব

‘‘প্রভু-ইচ্ছামতে হইল নিদ্রা আকর্ষণ।
স্বপ্নছলে গৌরচন্দ্র দিলা দরশন।।’’

স্থির হও শ্রীনিবাস

তোমার হৃদয়ে আমার সদা বিলাস-স্থির হও শ্রীনিবাস
ছাড় দেহত্যাগের প্রয়াস—স্থির হও শ্রীনিবাস

নাম-প্রেম বিলাব যারে তারে

শ্রীনিবাস তোমার দ্বারে—নাম-প্রেম বিলাব যারে তারে

যাও তুমি লীলাচলে

তোমার,–পথ চেয়ে আছে সকলে–যাও তুমি নীলাচলে

‘‘প্রভু স্বপ্নে প্রবোধি’ নিলেন নীলাচেলে।
শ্রীনিবাসে দেখি সবে ভাসে প্রেমজলে।।’’

আনন্দ আর ধরে না রে

শুনেছিল দেখতে পেয়ে—আনন্দ আর ধরে না রে

সবাই ভাসে নয়ন-নীরে

শ্রীনিবাস বুকে ধরে—সবাই ভাসে নয়ন-নীরে

বলে,–এই সেই শ্রীনিবাস

শ্রীগৌরাঙ্গ-প্রেমের প্রকাশ—বলে,–এই সেই শ্রীনিবাস

বলে,–কাছে বস একবার দেখি

ও,–প্রাণ-গৌর-প্রেমের মূরতি—বলে,–কাছে বস একবার দেখি

‘‘গদাধর বক্রেশ্বর পণ্ডিতাদি যত।
সবে শ্রীনিবাসে কৃপা কৈল যথোচিত।।’’

ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

গৌরগণের কাছে গিয়ে—ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

একবার দেখাও হে

কোথায় লুকায়ে রেখেছ—একবার দেখাও হে

ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

কাশীমিশ্রালয়ে গিয়ে—ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

একবার দেখা দিবে কি

ও,–গম্ভীরার গুপ্তনিধি—একবার দেখা দিবে কি

সবাই ব্যাকুল হয়ে কাঁদে

পরম-করুণ-গৌরগণ—সবাই ব্যাকুল হয়ে কাঁদে
শ্রীনিবাসের দশা দেখে—সবাই ব্যাকুল হয়ে কাঁদে
গম্ভীরার দ্বারে গিয়ে—সবাই ব্যাকুল হয়ে কাঁদে

বলে,–একবার দেখা দাও গো

তোমার নিবাস এসেছে—বলে,–একবার দেখা দাও গো

সেই শ্রীনিবাস এল তোমার

যে করবে তোমার নামের প্রচার—সেই শ্রীনিবাস এল তোমার

যার,–নাম ধরে ডেকেছিলে

জগন্নাথের সম্মুখেতে—যার,–নাম ধরে ডেকেছিলে

সেই শ্রীনিবাস এসেছে

একবার দেখা দাও গো—সেই শ্রীনিবাস এসেছে

ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

পণ্ডিত-গদাধরের দ্বারে গিয়ে—ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

সাধ শ্রীনিবাসের মনে

ভাগবত পড়ব পণ্ডিত-গোস্বামীর স্থানে—সাধ শ্রীসনবাসের মনে

‘‘সবে শ্রীনিবাসে কৃপা কৈল যথোচিত।।
চৈতন্য-বিরহে পণ্ডিত-গোসাঞি কাতর।
কভু মূর্চ্ছা কভু হাস্য জড়িমা অন্তর।।’’

গো-গো-গো-গো করে

গৌর বলিতে নারে—গো-গো-গো-গো করে
বচন ত নাহি সরে—গো-গো-গো-গো করে

‘‘যদ্যপি শ্রীপ্রভুর বিয়োগে মহা দুঃখ।
তথাপিহ শ্রীনিবাস দেখি’ পায় সুখ।।’’

যদিও প্রভুর বিরহে দুঃখী

তবু সুখী শ্রীনিবাস-মুখ দেখি’—যদিও প্রভুর বিরহে দুঃখী

‘‘আইস বাপু বলি’ তুলি’ লইলেন কোলে।
শ্রীনিবাসে স্নান করাইল নেত্রজলে।।’’
ভাসে,–পণ্ডিত-গোসাঞি নেত্রজলে

শ্রীনিবাসে করি’ কোলে—ভাসে,–পণ্ডিত-গোসাঞি নেত্রজলে

[মাতন]

‘‘কি অপূর্ব্ব-স্নেহে তিঁহ কহে আধ আধ।
ভাগবত পড়িতে তোমার ছিল সাধ।।
পড়াইতে তোমারে আমার ছিল সাধ।
কারে কি কহিব হৈল বিপরীত বাধ।।
এত কহি কিছুকাল রহে মৌন ধরি’।
চাহে শ্রীনিবাস-পানে আপনা সম্বরি।।’’

দেখে শ্রীনিবাসে সুখে

পণ্ডিত-গোসাঞি অনিমিখে—দেখে শ্রীনিবাসে সুখে

আস্বাদে গৌর-রূপ-মাধুরী

অভিন্ন-শ্রীনিবাস-দেহে—আস্বাদ গৌর-রূপ-মাধুরী

‘‘মধ্যে মধ্যে শ্রীমদ্ভাগবত-অর্থ কহে ।
যাহার শ্রবণে কোন সন্দেহ না রহে।।
শ্রীনিবাসে দেখ এই কৃপার অবধি।
এ হেন সময়ে শুনায়েন যথাবিধি।।’’

পণ্ডিত-গোসাঞি বুঝি প্রাণ ধরে

গৌর-বিরহেও,–শুধু শ্রীনিবাসের তরে—পণ্ডিত-গোসাঞি বুঝি প্রাণ ধরে

প্রভু,–বাঁচায়ে রেখেছেন পণ্ডিতেরে

শ্রীনিবাসে কৃপা করিবারে—প্রভু,–বাঁচায়ে রখেছেন পণ্ডিতেরে

নৈলে কখনও কি থাকে রে

কায়া ছাড়িয়া ছায়া—নৈলে কখনও কি থাকে রে

‘‘পুনঃ শ্রীনিবাসে কহে বৃন্দাবনে যাবে।
তথা এ সকল মনোরথ পূর্ণ হবে।।
এথা যে আছেন গ্রন্থ তাহা জীর্ণ হৈল।
এত কহি শ্রীনিবাসে গ্রন্থ আনি দিল।।
শ্রীনিবাস শ্রীগ্রন্থে করিয়া নমস্কার।
অক্ষর দেখিতে নেত্রে বহে অশ্রুধার।।’’

শ্রীনিবাসের বহে নয়নে বারি

শ্রীগ্রন্থ দর্শন করি’—শ্রীনিবাসের বহে নয়নে বারি

মুকুতার পাঁতি রে

গধাধরের অক্ষর—মুকুতার পাঁতি রে

‘‘শ্রীচৈতন্য-প্রভু-গদাধর-নেত্রজলে।
মধ্যে মধ্যে বর্ণ লোপ পাঠ নাহি চলে।।
দেখিতে দেখিতে যৈছে হৈলা শ্রীনিবাস।’’

আরও বেড়ে উঠল

ভাগবত দেখে গৌর-বিরহ-আরও বেড়ে উঠল

‘‘তাহা দেখি’ গোসাঞির চিত্তে হৈল ত্রাস।।
কি অপূর্ব্ব-স্নেহে স্থির করি’ শ্রীনিবাসে।
করিলেন অনুগ্রহ অশেষ-বিশেষে।।
শ্রীনিবাসে গৌড়দেশে যাইতে আজ্ঞা দিল।
সর্ব্বত্র বিদায় শীঘ্র হইতে কহিল।।
গোস্বামীর ঐছে আজ্ঞা শুনি শ্রীনিবাস।
মাথায় ভাঙ্গিয়া যেন পড়িল আকাশ।।
লঙ্ঘিতে না পারে আজ্ঞা ব্যাকুল হইয়া।
যে কৈল বিলাপ তা’ শুনিতে ফাটে হিয়া।।’’

ব্যাকুল হয়ে কাঁদে রে

গদাধর-মুখ পানে চেয়ে—ব্যাকুল হয়ে কাঁদে রে
পণ্ডিত-গোসাঞি ছেড়ে যেতে—ব্যাকুল হয়ে কাঁদে রে
আর কি দেখা পাব বলে—ব্যাকুল হয়ে কাঁদে রে

‘‘ক্ষেত্রবাসী-সকল-ভক্তের স্থানে গিয়া।
করয়ে প্রণাম বহু ভূমে লোটাইয়া।।’’

ব্যাকুল হয়ে কাঁদে রে

গৌরগণের চরণ ধরে—ব্যাকুল হয়ে কাঁদে রে

একবার দেখাও হে

লুকায়ে রেখেছে কোথায়—একবার দেখাও হে

ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

কাশীমিশ্রালয়ে গিয়ে—ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

একবার দেখা দিবে কি

ও,–গম্ভীরার গুপ্তনিধি—একবার দেখা দিবে কি

শ্রীনিবাসের দশা দেখে
সবাই ব্যাকুল হয়ে কাঁদে

পরাণ-গৌরাঙ্গগণ—সবাই ব্যাকুলহয়ে কাঁদে

বলে,–একবার দেখা দাও প্রভু

সেই শ্রীনিবাস এল—বলে,–একবার দেখা দাও প্রভু

সেই শ্রীনিবাস এল তোমার

যে করবে তোমার নামের প্রচার—সেই শ্রীনিবাস এল তোমার

[মাতন]
একবার দেখা দাও
ভাসে শ্রীনিবাস নয়ন-নীরে

গৌরগণের চরণে ধরে—ভাসে শ্রীনিবাস নয়ন-নীরে
আর কি দেখা পাব বলে—ভাসে শ্রীনিবাস নয়ন-নীরে

[মাতন]

‘‘বৃন্দাবন যাইবারে সবে আজ্ঞা দিল।
ইঁহো জগন্নাথে গৌড়ে যাত্রা কৈল।।
পথে শ্রীনিবাস চিন্তা করে অনুক্ষণ।
পুনঃ কি পাইব শ্রীগোসাঞির দর্শন।।
মনে বিচারয়ে গোসাঞির স্থানে গিয়া।
রহিব এবার আজ্ঞা লঙ্ঘন করিয়া।।
শ্রীখণ্ড আসি’ পুনঃ নীলাচল যাইতে।
পণ্ডিত-গোস্বামী-সঙ্গোপন শুনে পথে।।
মূর্চ্ছিত হইয়া ভূমে পড়ি’ গড়ি যায়।’’

গড়ি যায় ভূমিতলে

হাহা পণ্ডিত-গোস্বামী বলে—গড়ি যায় ভূমিতলে

‘‘মুর্চ্ছিত হইয়া ভূমে পড়ি’ গড়ি যায়।
করয়ে ক্রন্দন শুনি’ পাষাণ মিলায়।।
হাহা প্রভু গদাধর কহে বার বার।
তেজয়ে নিঃশ্বাস দীর্ঘ নেত্রে অশ্রুধার।’’

শ্রীনিবাস ধৈর্য্য নাহি বাঁধে

গৌর-গদাধর বলি’ কাঁদে—শ্রীনিবাস ধৈর্য্য নাহি বাঁধে

‘‘ক্ষণে কহে ওহে প্রভু নির্দ্দয় হইয়া।
এই হেতু মো অজ্ঞেরে দিলা পাঠাইয়া।।
কত অপরাধ কৈল কত জন্ম ভরি’।
বিরহ-বেদনা সহি’ নাহি প্রাণে মরি।।’’

এ কি কভু যায় সহন

নিরন্তর অশনি-বর্ষণ—এ কি কভু যায় সহন

‘‘মৃতপ্রায় হইল-দুঃখ-সাগরেতে ভাসে।
স্বপ্নচ্ছলে শ্রীপণ্ডিত প্রবোধে অশেষে।।
প্রভাতে ব্যাকুল হইয়া চলে গৌড়-পথে।
তথা ভেট হইল গৌড়দেশী-লোক-সাথে।।
প্রভু-নিত্যানন্দ-অদ্বৈতের সঙ্গোপন।
তা সবার মুখে শুনি’ হৈলা অচেতন।।’’

শ্রীনিবাস অচৈতন্য

অপ্রকট শুনি’ অদ্বৈত-নিত্যানন্দ—শ্রীনিবাস-অচৈতন্য

মুরছিত ভূমিতলে

শ্রীনিবাস আচার্য্য-মূরছিত ভূমিতলে
হা প্রভু-নিতাই-অদ্বৈত বলে—মূরছিত ভূমিতলে

হা,–প্রাণগৌর পণ্ডিত গোসাঞি
ব্যাকুল হয়ে কাঁদে রে

হা সীতানাথ প্রাণের নিতাই—হা,–প্রাণগৌর পণ্ডিত-গোসাঞি

[মাতন]

‘‘চেতন পাইয়া অগ্নি জ্বালে পুড়িবারে।
দুই প্রভু স্বপ্নচ্ছলে প্রবোদিলা তারে।।’’

স্থির হও শ্রীনিবাস

তোমার,–দেহে সদা আমাদের বিলাস—স্থির হও শ্রীনিবাস

শ্রীনিবাস ধর ধৈর্য্য

তোমা-দ্বারা,–হবে প্রভুর অনেক কার্য্য—শ্রীনিবাস ধর ধৈর্য্য

কার দেহ নষ্ট করবে

এ-দেহে অনেক কাজ হবে—কার দেহ নষ্ট করবে

সঙ্কল্প ছাড় শ্রীনিবাস

নাম-প্রেম,–প্রচারিতে তোমার প্রকাশ—সঙ্কল্প ছাড় শ্রীনিবাস

‘‘গৌড় হইয়া বৃন্দাবন যাইতে আজ্ঞা দিলা।
রজনী-প্রভাতে ইঁহো গৌড়ে যাত্রা কৈলা।।
শ্রীখণ্ডে গিয়া নরহরি-শ্রীরঘুনন্দনে।’’

গৌর-বিরহেতে শীর্ণ কায়

নরহরি রঘুনন্দন—গৌর-বিরহেতে শীর্ণ কায়
নিরন্তর ভাসে নয়ন-ধারায়—গৌর-বিরহেতে শীর্ণ কায়

গলা ধরে কাঁদে রে

ঠাকুর-শ্রীশ্রীনিবাসের—গলা ধরে কাঁদে রে
হা,–নিতাই অদ্বৈত গৌর বলে—গলা ধরে কাঁদে রে

‘‘প্রণমি পাইয়া আজ্ঞা চলে সেইক্ষণে।।’’

শ্রীনিবাস কাঁদে রে

নরহরির চরণ ধরে—শ্রীনিবাস কাঁদে রে

সকল-সুখেই হলাম বঞ্চিত

হা ঠাকুর-নরহরি—সকল-সুখেই হলাম বঞ্চিত

কারো দেখা পেলাম না

নিতাই গৌর সীতানাথ—কারো দেখা পেলাম না

শুনতে ত’ পেলাম না

গদাধর-মুখে ভাগবত কণা—শুনতে ত’ পেলাম না

মনে এক আশা আছে
যাব মধুর-বৃন্দাবনে
জুড়াইব দগ্ধ-প্রাণে

হেরিয়া গোস্বামিগণে—জুড়ইব দগ্ধ-প্রাণে
রূপ-সনাতনের দরশনে—জুড়াইব দগ্ধ-প্রাণে
অনুমতি কর দীনে—জুড়াইব দগ্ধ-প্রাণে

‘‘প্রণমি পাইয়া আজ্ঞা চলে সেইক্ষণে।।
নবদ্বীপে আসিয়া দেখয়ে চমৎকার।
গণ-সহ গৌরাঙ্গের প্রকট-বিহার।।’’

শ্রীনিবাস দেখে নয়নে

গৌর-বিহরে গণ-সনে—শ্রীনিবাস দেখে নয়নে

[মাতন]
বিহরে কীর্ত্তন-রঙ্গে

নদীয়ার রাজপথে—বিহরে কীর্ত্তন-রঙ্গে

[মাতন]

‘‘বিস্মিত হইয়া পুনঃ ঐছে নিরখয়।
নবদ্বীপে আসিয়া দেখয়ে চমৎকার।
গণ-সহ গৌরঙ্গের প্রকট-বিহার।।’’

শ্রীনিবাস দেখে নয়নে

গৌর-বিহরে গণ-সনে—শ্রীনিবাস দেখে নয়নে

[মাতন]
বিহরে কীর্ত্তন-রঙ্গে

নদীয়ার রাজপথে—বিহরে কীর্ত্তন-রঙ্গে

[মাতন]

‘‘বিস্মিত হইয়া পুনঃ ঐছে নিরখয়।
নবদ্বীপে দুঃখের সমুদ্র উথলয়।।
ব্যগ্র হইয়া শ্রীনিবাস প্রভুর গৃহে গেলা।’’

ব্যাকুল হয়ে কাঁদে রে
প্রাণ-গৌর কোথা তুমি

এই ত’ তোমার বসতি—ভূমি—প্রাণ-গৌর কোথা তুমি

[মাতন]

‘‘তথা বিষ্ণুপ্রিয়াদেবী বহু-কৃপা কৈলা।।
দাস-গদাধর-শ্রীবাসাধি শ্রীনিবাসে।’’

তাদের প্রাণ আছে দেহেতে

কেবল,–শ্রীনিবাসে কৃপা করিতে—তাদের প্রাণ আছে দেহেতে

তাদের মুখে নাহি সরে রা

বলে গো-গো-গোরা—তাদের মুখে নাহি সরে রা

‘‘অনুগ্রহ করি’ সবে প্রেমজলে ভাসে।।’’

সবাই ভাসে নয়ন-জলে

শ্রীনিবাসে করি’ কোলে—সবাই ভাসে নয়ন-জলে

[মাতন]

হা-গৌর প্রাণ-গৌর বলে—সবাই ভাসে নয়ন-জলে

‘‘তবে শান্তিপুরে গিয়া দেখে সীতামায়।’’

শ্রীনিবাস ভাসে নয়ন-জলে

কোথা শান্তিপুর-নাথ বলে—শ্রীনিবাস ভাসে নয়ন জলে

[মাতন]

‘‘তাঁহার যে বাৎসল্য তাহা কহা নাহি যায়।।’’

সীতা মা কাঁদি বলে

শ্রীনিবাস করি’ কোলে—সীতা মা কাঁদি’ বলে

কোথা শান্তিপুর-নাথ
শ্রীনিবাসে কর কোলে

গৌর-প্রেমের মূরতি—শ্রীনিবাসে কর কোলে

[মাতন]

‘‘তথা হইতে প্রেমাবেশে গেলা খড়দহ।’’

ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে
প্রভু-নিতাই কোথা তুমি

এই ত’ তোমার বসতি-ভূমি—প্রভু নিতাই কোথায় তুমি

[মাতন]

‘‘তথা শ্রীজাহ্নবা বহু কৈলা অনুগ্রহ।।
খানাকুল গেলেন শ্রীঅভিরাম-পাশে।
মালিনী-সহিতে কৃপা কৈলেন শ্রীনিবাসে।।’’

শ্রীনিবাসে কৃপা কৈলা

ঠাকুর শ্রীঅভিরাম—শ্রীনিবাসে কৃপা কৈলা

[মাতন]
কৈলেন দুই বেত্রাঘাত

গৌর-প্রেমময় বলে—কৈলেন দুই বেত্রাঘাত

তৃতীয় বেত্রাঘাত করিলে

মালিনী নিষেধ করলেন—তৃতীয় বেত্রাঘাত করিলে

আর না প্রভু হে

যথেষ্ট হয়েছে—আর না প্রভু হে

যদি,–প্রেমে নিজে উন্মাদ হবে

কেমন করে,–গৌর-নাম প্রচারিবে—যদি,–প্রেমে নিজে উন্মাদ হবে

কি করে—আজ্ঞা পালন করবে বল

যদি,–প্রেমে হয় নিজে পাগল-কি করে,–আজ্ঞা পালন করবে বল

‘‘পুনঃ আইলা শ্রীখণ্ডে শ্রীনরহরি তাঁরে।
অতিপ্রীতে বিদায় করিলা ব্রজপুরে।।’’


‘‘একদিন রাত্রি শেষে, শ্রীচৈতন্য প্রেমাবেশে,
নিতাইচাঁদেরে সঙ্গে লইয়া।
শ্রীনিবাস-পাশে আসি’, স্বপ্নচ্ছলে হাসি হাসি,
কহে শ্রীনিবাস-মুখ-চাঞা।।


যাবে শীঘ্র বৃন্দাবন,’’

কোন যুক্তি করো না মনে

বাপ আমার শ্রীনিবাস—কোন যুক্তি করো না মনে

দুঃখ না ভাবিহ মনে

আমাদের অদর্শনে—দুঃখ না ভাবিহ মনে

‘‘যাবে শীঘ্র বৃন্দাবন, তথা রূপ সনাতন,
রচিল বিচিত্র গ্রন্থগণ।
বিতরিব তোমা-দ্বারে,’’
রূপ-সনাতন-রচিত গ্রন্থ যত


‘‘বিতরিব তোমা-দ্বারে, এত কহি বারে বারে,
নিত্যানন্দে কৈল সমর্পণ।।’’

কার্য্যকরী-শক্তি-দিবার তরে

সঁপে দিল নিতাই-এর করে—কার্য্যকরী-শক্তি দিবার তরে

কেমন করে হবে বল

নিত্যানন্দ-শক্তি বিনে—কেমন করে হবে বল
গৌরাঙ্গ-প্রেমের প্রচার—কেমন করে হরে বল

তাই—সঁপে দিল নিতাই-এর করে

শ্রীনিবাসে করে ধরে—তাই,–সঁপে দিল নিতাই-এর করে
নাম-প্রেম-প্রচার করাও বলে—তাই,–সঁপে দিল নিতাই-এর করে
দাও শক্তি দাও বলে—তাই,–সঁপে দিল নিতাই-এর করে

শকতি সঞ্চার কর ইহারে

যেন,–গ্রন্থ প্রচারিতে পারে—শকতি, সঞ্চার কর ইহারে

‘‘হেনকালে স্বপ্নভঙ্গ, ধরিতে নারয়ে অঙ্গ,
শ্রীনিবাস ব্যাকাল হইলা।।’’

দেখা দিলে কোথা লুকালে

প্রভু-নিতাই প্রাণ-গৌরাঙ্গ—দেখা দিলে কোথা লুকালে

[মাতন]

‘‘নীলাচলে গৌড়দেশে, ভ্রমিয়া সে প্রেমাবেশে,
বৃন্দাবনে গমন করিলা।।
কত অভিলাষ মনে,’’

দেখিব,–রূপ-সনাতন প্রাণ-গৌরগণে

বড় সাধ শ্রীনিবাসের মনে—দেখিব,–রূপ-সনাতন প্রাণ-গৌরগণে

‘‘কত অভিলাষ মনে, উল্লাসেতে অল্পদিনে,
মথুরা-নগরে প্রবেশিল।’’

দুনয়নে বহে বারি

হেরি মধুপরী-মাধুরী—দু’নয়নে বহে বারি

এ কি কৃপা কৈলে গৌরহরি

তোমার কৃপার যাই বলিহারি—এ কি কৃপা কৈলে গৌরহরি
আমায়,–দেখাইলে মধুপুরী—এ কি কৃপা কৈলে গৌরহরি

[মাতন]

‘‘শ্রীরূপ সনাতন, এ দোঁহার অদর্শন,
শুনি তথা মূর্চ্ছিত হইল।।’’

অকস্মাৎ বজ্রাঘাত

বিশ্রাম-ঘাটেতে হল—অকস্মাৎ বজ্রাঘাত

মূরছিত শ্রীনিবাস

মথুরার যমুনা-তটে—মুরছিত শ্রীনিবাস
হা,–প্রভু রূপ-সনাতন বলে—মূরছিত শ্রীনিবাস

[মাতন]

‘‘কাঁদয়ে চেতন পাঞা, কহে ভূমে লোটাইয়া,
হা হা প্রভু রূপ সনাতন।
কি লাগি’ বঞ্চিত কৈলা,’’

বড়-সাধে এলাম ব্রজে

তোমাদের কৃপা পাব বলে—বড়-সাধে এলাম ব্রজে

বড়-সাধে এলাম বৃন্দাবনে

দগ্ধ-হৃদয়ে জুড়াব বলে—বড়-সাধে এলাম বৃন্দাবনে
‘দগ্ধ হৃদয় জুড়াব বলে’—
তোমাদের দরশনে গৌর-কথা শুনে—দগ্ধ হৃদয় জুড়াব বলে

বড়-সাধে এলাম বৃন্দাবনে
কি লাগি’ বঞ্চিত কৈলে

তোমাদের সঙ্গ হইতে—কি লাগি’ বঞ্চিত কৈলে

আনিয়া বঞ্চিত কৈলে

কেন আমায় ব্রজে আনিলে—আনিয়া বঞ্চিত কৈলে

[মাতন]

‘‘কি লাগি’ বঞ্চিত কৈলা, না বুঝি এ সব খেলা,
কি লাগিয়া রাখিলা জীবন।’’

আশায় আশায় রাখলাম জীবন

পাব তোমাদের দরশন—আশায় আশায় রাখলাম জীবন

দরশনে বঞ্চিত কৈলে
যদি কেউ না দিবে দরশন

তবে কি লাগি’ রাখিলা জীবন—যদি কেউ না দিবে দরশন

তবে,–কেন রাখিলা মোর প্রাণে

দেখা না দিবে যদি ছিল মনে—তবে,–কেন রাখিলা মোর প্রাণে

[মাতন]

‘‘ঐছে খেদযুক্ত মন, জানি রূপ সনাতন,
স্বপ্নচ্ছলে আসি’ প্রেমাবেশে।
শ্রীনিবাসে কোলে লইয়া,’’

আইস বাপ আইস বলে

প্রেম-দিঠে চেয়ে বাহু পসারিয়ে—আইস বাপ আইস বলে
বারেক তোমায় করি কোলে—আইস বাপ আইস বলে

বারেক তোমায় কোলে করি

আমার,–গৌর-প্রেমের মূরতি—বারেক তোমায় কোলে করি

‘‘শ্রীনিবাসে কোলে লইয়া, নেত্রবারি নিবারিয়া,
কহে অতি সুমধুর-ভাষে।।’’

দুঃখ পরিহর শ্রীনিবাস

‘‘শীঘ্র গিয়া বৃন্দাবন, কর আত্ম সমর্পণ,
শ্রীগোপাল-ভট্টের চরণে।’’

আত্মসমর্পণ কর

সকল দুঃখ পরিহর—আত্ম সমর্পণ কর

‘‘না ভাবিবে কোন দুঃখ, পাইবে পরম সুখ,
ঐছে দেখা দিব দুইজনে।।’’

দেখা দিব দুইজনে

কোন দুঃখ করো না মনে—দেখা দিব দুইজনে
এমনি করে স্বপনে—দেখা দিব দুইজনে

তখনি আমাদের দেখা পাবে

যখনি দেখতে মন হবে—তখনি আমাদের দেখা পাবে

ঐছে—দেখা দিব দুইজনে
অদ্যাপিও বিহরিছে

কেউ ত’ কোথায় যান নাই—অদ্যাপিও বিহরিছে

আজও ব্রজে বিহরিছেন সুখে

শ্রীরূপ শ্রীসনাতন—আজও ব্রজে বিহরিছেন সুখে
ভাগ্যবান-জনে দেখা—আজও ব্রজে বিহরিছেন সুখে

তা হলে,–তাদের সঙ্গে দেখা হয়

এ-প্রাণ লয়ে ব্রজে যেতে হয়—তা হলে,–তাদের সঙ্গে দেখা হয়
নৈলে,–যাওয়া না যাওয়া সমান হয়—তা হলে,–তাদের সঙ্গে দেখা হয়

‘‘এত কহি অদর্শন, হৈল রূপ-সনাতন,
শ্রীনিবাস প্রভাতে উঠিয়া।’’

শ্রীনিবাস ভাসে নয়ন-জলে
হাহা প্রভু রূপ-সনাতন

দেখা দিয়ে হৈলে অদর্শন—হাহা প্রভু রূপ-সনাতন

[মাতন]

‘‘প্রবেশয়ে বৃন্দাবনে, প্রেমধারা দুনয়নে,
বৃন্দাবন-শোবা নিরখিয়া।।’’

প্রেমধারা দুনয়নে

বৃন্দাবন-শোবা দরশনে—প্রেমধারা দুনয়নে

বলে,–আমায় এ কি করুণা কৈলে

শ্রীনিবাস ভাসি’ নয়ন-জলে—বলে,–আমায় এ কি করুণা কৈলে
মধুর-বৃন্দাবন দেখাইল—বলে,–আমায় এ কি করুণা কৈলে

[মাতন]

‘‘এথা রূপ-সনাতন শ্রীজীবের স্থানে।
শ্রীনিবাস আইলা আজ্ঞা করিল আপনে।।’’

জানাইলেন রূপ-সনাতন

স্বপ্নচ্ছলে শ্রীজীবে—জানাইলেন রূপ-সনাতন

আসিতেছে শ্রীনিবাস প্রেমমূর্ত্ত

গৌর-বিরহে ব্যাকুলিত-চিত—আসিতেছে শ্রীনিবাস প্রেমমূর্ত্ত
গৌর-বিরহে বড় দগ্ধ-চিতে—আসিতেছে শ্রীনিবাস প্রেমমূর্ত্ত
গৌর-বিরহে বড় জর্জ্জরিত—আসিতেছে শ্রীনিবাস প্রেমমূর্ত্ত

সন্ধ্যাকালে গোবিন্দের আরতি-সময়।
আসিয়া দর্শন তিঁহ করিব নিশ্চয়।।’’

সাবধানে মিলো তারে

গোবিন্দ-মন্দিরে গিয়ে—সাবধানে মিলো তারে

যত্ন করি’ রেখো কাছে

ও শ্রীজীব শ্রীনিবাসে—যত্ন করি’ রেখো কাছে
নিজ-ভ্রাতা মনে করে—যত্ন করি’ রেখো কাছে

দুই গোস্বমীর আজ্ঞা পেয়ে
চলিলেন গোবিন্দ-মন্দিরে

শ্রীজীব শ্রীনিবাসে মিলিবারে—চলিলেন গোবিন্দ-মন্দিরে

দেখা হল শ্রীনিবাস-সনে
দেখতে পেলেন মন্দিরে এসে

অপূর্ব্ব-মূরতি-শ্রীনিবাসে—দেখতে পেলেন মন্দিরে এসে

আছেন মূরছির হয়ে

শ্রীগোবিন্দ-দরশনে—আছেন মূরছিত হয়ে

শ্রীজীব জানলেন প্রাণে প্রাণে

তার,–ভাব-বিকার করি’ দরশনে—শ্রীজীব জানলেন প্রাণে প্রাণে

এই বটে সেই শ্রীনিবাস

আমার,–গৌরাঙ্গ-প্রেমের প্রকাশ—এই বটে সেই শ্রীনিবাস

কিছু পরে পরিচয় জানতে পেয়ে
ভাসে,–শ্রীজীব-গোসাঞ নয়ন-জলে

গৌর-প্রেমের মূরতি দেখলাম বলে—ভাসে—শ্রীজীব-গোসাঞি নয়ন-জলে

শ্রীনিবাসে করলেন কোলে

এস বন্ধু এস বলে—শ্রীনিবাসে করলেন কোলে

‘‘শ্রীজীব শ্রীনিবাসে, পাইয়া আনন্দাবেশে,
গোস্বামিগণের মিলাইলা।’’

বলে,–দেখ এই সেই শ্রীনিবাস

প্রাণ-গৌরাঙ্গের প্রেমের প্রকাশ—বলে,–দেখ এই সেই শ্রীনিবাস

[মাতন]

‘‘শ্রীরূপের স্বপ্নাদেশে,’’

স্বপ্নে আজ্ঞা করেছেন

গোপাল-ভট্টে শ্রীরূপ-গোসাঞি—স্বপ্নে আজ্ঞা করেছেন

নিজ,–শিষ্য বলে করো গ্রহণ

শ্রীনিবাস ব্রজে কৈল আগমন—নিজ,–শিষ্য বলে করো গ্রহণ

‘‘শ্রীরূপের স্বপ্নাদেশে, অতি স্নেহে শ্রীনিবাসে,
শ্রীগোপাল-ভট্ট শিষ্য কৈলা।।’’

মহাপ্রভুর আজ্ঞা মতে

‘‘শ্রীগোপাল –ভট্ট শিষ্য কৈলা।।’’

বলেন অতি-মধুর-ভাষে

শ্রীগোপাল-ভট্ট শ্রীনিবাসে—বলেন অতি-মধুর-ভাষে
চেয়ে শ্রীনিবাস মুখপানে—বলেন অতি-মধুর-ভাষে

‘‘আইস আইস শ্রীনিবাস আইস বাপু মোর।
বৃদ্ধকালে এত তাপ আমার উপর।।
এত বিলম্ব করি’ কেনে আইলা শ্রীনিবাস।
তোমাকে দেখিতে ছিল সবাকার আশ।।’’

তোমায়,–দেখতে আশা ছিল সবার

গৌর-প্রেমের প্রকাশ জেনে—তোমায়,–দেখতে আশা ছিল সবার

তোমার আশা-পথ চেয়ে
একে একে সব চলে গেল

‘‘শুন শ্রীনিবাস তুমি আমার জীবন।
তোমা দেখিবারে প্রাণ করিয়ে ধারণ।।’’

তোমার পথ চেয়ে আছি

গৌর-আজ্ঞা শিরে ধরে—তোমার পথে চেয়ে আছি
গৌর-প্রেমের মূরতি তুমি—তোমার পথ চেয়ে আছি

কেবল তোমার তরে

তোমায় শিষ্য করিবারে—কেবল তোমার তরে

আছি তোমায় দেখব বলে

গৌর-বিরহে হিয়া জ্বলে—আছি তোমায় দেখব বলে
গৌর-আজ্ঞা শিরে ধরে—আছি তোমায় দেখব বলে

প্রভু জানায়েছেন মোরে

তোমার জন্ম-কথা পূর্ব্বে—প্রভু জানায়েছেন মোরে

কেবল,–তোমার লাগি প্রাণ রয়

নৈলে,–গৌর-বিরহে এ প্রাণ যার তার হয়—কেবল,–তোমার লাগি’ প্রাণ রয়

‘‘এই দেখ মহাপ্রভুর শ্রীহস্তের লিখন।
তোমা লাগি’ রাখিয়াছি করিয়া যতন।।
দেখহ নয়ন-ভরি’ প্রভু-হস্তাক্ষর।
তোমার সৌভাগ্য বাপু বাক্য-অগোচর।।’’

এই কথা শুনি শ্রীনিবাস
গৌর-হস্তাক্ষর বুকে ধরে

গৌর-দর্শন ভোগ করে—গৌর-হস্তাক্ষর বুকে ধরে

[মাতন]

‘‘এত কহি’ গোস্বামীর মনের উল্লাস।
আনিয়া ধরিল গৌরের কৌপীল বহির্ব্বাস।।
বলে,–তুমি যে হও মোর জীবনের জীবন।
তোমা লাগি’ মহাপ্রভু দিলা এই ধন।।

এই দেখ শ্রীনিবাস

প্রভুর কৌপীন বহির্ব্বাস—এই দেখ শ্রীনিবাস

[মাতন]
এত শুনি শ্রীনিবাস
যতনেতে বুকে ধরে

গৌরের প্রসাদী বস্ত্র—যতনেতে বুকে ধরে
ভাসি’ দুটি-নয়ন-নীরে—যতনেতে বুকে ধরে
গৌর-অঙ্গ-সঙ্গ ভোগ করে—যতনেতে বুকে ধরে

[মাতন]
ভাবাবেশে বলে রে
আর ছেড়ে দিব না চিতচোর

এবার পড়েছ ধরা—আর ছেড়ে দিব না চিতচোর

[মাতন]
আবেশে বলেন শ্রীগোপাল-ভট্ট

‘‘আরো দেখ মহাপ্রভুর বসিবার আসন।
ডোর পাঠাইলা মোরে করিয়া যতন।।’’

পাঠাইয়া দিল মোরে

নীলাচল হতে বৃন্দাবনে—পাঠাইয়া দিল মোরে

‘‘মহাপ্রভু-দত্ত এই আসনে বসিয়া।
মন্ত্র-দীক্ষা দেব তোরে মহনন্দ পাঞা।।’’

অনুভব কর ভাই রে
যেন,–শ্রীনিবাসে দিছেন দীক্ষা

গোপালভট্টের হৃদে বসে—শ্রীনিবাসে, দিছেন দীক্ষা
আপনি প্রাণ-গৌরহরি—যেন,–শ্রীনিবাসে দিছেন দীক্ষা

[মাতন]

‘‘আসনে বসিয়া তবে অপূর্ব্ব-বিধানে।
শ্রীনিবাসে মন্ত্র দিলেন রাধারমণ-সন্নিধানে।।
তবে তারে শ্রীজীবের হাতে সমর্পিল।
শ্রীনিবাস প্রণমিতে শ্রীজীব আলিঙ্গন কৈল।।’’
‘‘শ্রীজীব-গোসাঞির যত,স্নেহ কে কহিব কত,
করাইল শাস্ত্রে বিচক্ষণ।’’
‘‘শ্রীরূপের স্থানে জীব যত পড়িয়াছিলা।
শ্রীনিবাস-হৃদয়ে অর্থ সব প্রকাশিলা।।
সর্ব্বত্র অনুমতি লইয়া শ্রীজীব উল্লাসে।
শ্রীআচার্য্য পদবী দিলেন শ্রীনিবাসে।।
অদ্যাবধি বৃন্দাবনে করিলেন বাস।
সাধন স্মরণ কৈল আনন্দে শ্রীনিবাস।।’’

কি বলব সে স্মরণের কথা

‘‘একদিন পরম-নির্জনে শ্রীনিবাস।
চিন্তয়ে শ্রীনবদ্বীপচন্দ্রের বিলাস।।
সুগন্ধি-চন্দন লইয়া পরম-যতনে।’’

আপনে শ্রীনিবাস

‘‘প্রভুর শ্রীঅঙ্গে দিলা বিচিত্র বন্ধানে।।
নানা পুষ্পহার দিয়া প্রভুর গলায়।
চামর ব্যজ করে কৌতুক-হিয়ায়।।
ভাবের বিকার বহু দেহে নাই স্মৃতি।
শ্রীনিবাস-চেষ্টা দেখি’ প্রভু হর্ষ অতি।।
আপন-গলার মালা দিল ভক্ত-দ্বারে।
পাইয়া সে মালা-স্পর্শ আনন্দে সাঁতারে।।
আচার্য্যের বাহ্যজ্ঞান হৈল হেনকালে।
প্রভু-দত্ত-মালা দেখে আপনার গলে।।
আচার্য্য করিলেন শীঘ্র মালা সঙ্গোপন।
অলক্ষিতে তাহা দেখিলেন কোনজন।।
ঐছে বৃন্দাবন-লীলা-সমুদ্র-তরঙ্গে।
নিরবধি ভাসয়ে পরম-প্রেমরঙ্গে।।
একদিন শ্রীনিবাস বসন্ত-সময়ে।
শ্রীকৃষ্ণের হোরি ক্রীড়া মানসে ভাবয়ে।।
রসিক-শেখর কৃষ্ণ কৌতুক অপার।
সবার উপরে ফাগু বর্ষে অনিবার।।
কি অদ্ভুত-বন্ধনে খেলয়ে রাই শ্যাম।
শোভা দেখি মূর্চ্ছিত হয়েন কোটি-কাম।।
সখীর ইঙ্গিতে শ্রীনিবাস দাসী-রূপে।
ফাগু যোগন রহি রাধিকা-সমীপে।।
সকলেই সুস্থির হইয়া কতক্ষণে।
রাই-কানু দোঁহে বসাইলা সিংহাসনে।।
হৈল সেবা সমাধান বাহ্য-জ্ঞান হৈতে।
‘‘দেখে ফাগুময় অঙ্গ নারে লুকাইতে।।
নিতি নিতি ঐছে নানা মানসে বিহ্বল।
কে বর্ণিতে পারে যৈছে প্রেম অনর্গল।।’’


‌‘‘নিবাস আনন্দ-মনে, প্রিয়-নরোত্তম-সনে,
কিছুদিনে হইলা মিলন।।’’

বহুদিনের সাধ ছিল

নরোত্তমের নাম শুনা অবধি—বহুদিনের সাধ ছিল
কতদিনে মিলব বলে—বহুদিনের সাধ ছিল

নরোত্তম ব্রজে আইলা

প্রভুর বিরহে ব্যাকুল হইয়া—নরোত্তম ব্রজে আইলা
শ্রীনিবাস যেন প্রাণ পাইলা—নরোত্তম ব্রজে আইলা

নিরজনে কাঁদে দুজনে

পরস্পর গলা ধরে—নিরজনে কাঁদে দুজনে
সঙরি’ গৌরাঙ্গ-গুণে—নিরজনে কাঁদে দুজনে

[মাতন]

‘‘নরোত্তম লইয়া সঙ্গে, ব্রজে ভ্রমিলেন রঙ্গে,
গোবিন্দের আজ্ঞা-মালা পাঞা।’’

ফিরে ব্রজের বনে বনে

হা গৌর প্রাণ গৌর বলে—ফিরে ব্রজের বনে বনে
হা রূপ-সনাতন বলে-ফিরে ব্রজের বনে বনে

‘‘গোস্বামীর গ্রন্থগণ, করিলেন বিতরণ,
শ্রীগৌরমণ্ডলে স্থির হঞা।।’’
‘‘একদিন শ্রীজীবাদি গোবিন্দ-মন্দিরে।’’

উপযুক্ত পাত্র জেনে

সর্ব্বশাস্ত্রে সুপণ্ডিত—উপযুক্ত পাত্র জেনে
শ্রীগ্রন্থ-প্রচারের—উপযুক্ত পাত্র জেনে

‘‘হইলা একত্র সবে উল্লাস-অন্তরে।
শ্রীগোবিন্দদেবে কহে সুমধুর-ভাষে।
গ্রন্থ-বিতরণ-শক্তি দেহ শ্রীনিবাসে।।
এত কহিতেই গোবিন্দের কণ্ঠ-হইতে।
ছিঁড়িয়া পড়িল মালা শ্রীনিবাসে দিতে।।
শ্রীজীব-গোস্বামী-আদি সবে সেইক্ষণে।
করিল দিবস স্থির শ্রীগৌড়-গমনে।।
শ্রীজীবগোস্বামী-সনে গোস্বামীর পাশে।
বিদায় হইতে পাঠাইলা শ্রীনিবাসে।।
শ্রীনিবাস যান গোস্বামীর সন্দর্শনে।
আপনা মানয়ে ধন্য পড়িয়া চরণে।।
শ্রীদাস-গোস্বামী বড় পাইলা সন্তোষ।
বলেন,–শুন শুন শ্রীনিবাস পরম হরিষ।।
দু’ভাই-বিচ্ছেদে প্রাণ ধরিবারে নারি।
দেখিয়া জুড়াইল তোমার গুণের মাধুরী।।
এই দেখ প্রভু-দত্ত গোবর্দ্ধনশিলা।
স্পর্শ করাইলা তবে শ্রীনিবাস-সহিত।
শ্রীভট্টগোস্বামী-পাশে হৈলা উপনীত।।’’

শ্রীনিবাস কাঁদে ব্যাকুল-প্রাণে

পড়ি’ গোপালভট্টের চরণে—শ্রীনিবাস কাঁদে ব্যাকুল-প্রাণে
আবার পাব কি শ্রীচরণে—শ্রীনিবাস কাঁদে ব্যাকুল-প্রাণে

[মাতন]

‘আবার পাব কি শ্রীচরণে’—
আসিয়া এই বৃন্দাবনে—আবার পাব কি শ্রীচরণে

শ্রীনিবাস কাঁদে ব্যাকুল-প্রাণে

‘‘শ্রীগোপালভট্ট-চেষ্টা কহনে না যায়।
শ্রীনিবাসে কহে অতি অধৈর্য্য-হিয়ায়।।
বৈস বৈস ওহে বাপু শুনহ বচন।
পুনরপি একবার আসিবা বৃন্দাবন।।
নয়ন-ভরিয়া আমি দেখিব আর বার।
তবে সে বাঞ্ছিত পূর্ণ হইবে আমার।।
শ্রীনিবাস বলেন প্রভু কি বলিব আর।
চিরদিন না করিনু সেবন তোমার।।
শ্রীগোপাল-ভট্ট স্থির করি’ মৃদু-ভাষে।
শ্রীরাধারমণে সমর্পিলা শ্রীনিবাসে।।
মহাপ্রভুর দত্ত কৌপীন-বস্ত্র-বহির্ব্বাসে।
মস্তকে বাঁধিয়া দিল পরম-সন্তোষ।।
শ্রীনিবাসে করি’ অনুগ্রহের অবধি।
আজ্ঞা কৈলা অচিরে হউক সর্ব্বসিদ্ধি।।
শ্রীনিবাস,–সর্ব্বত্র দর্শনাবেশে দিবস গোঙাই।
রাত্রে যে করয়ে খেদ তার অন্ত নাই।।
দুটী বাহু তুলিয়া কহে বারে বারে।
এ-দুখে বঞ্চিত বিধি করিল আমারে।।
হা হা প্রভু-প্রিয়গণ মো-হেন-দুর্জ্জনে।
পুনঃ ব্রজে আনি কি রাখিবা সন্নিধানে।।
ঐছে কত কহিতে কহিতে নাহি পারে।
কণ্ঠরুদ্ধ হয় নেত্র-জলেই সাঁতারে।।
শ্রীগোবিন্দদেবের ইচ্ছায় রাত্রি-শেষে।
হইল কিঞ্চিৎ নিদ্রাবেশ শ্রীনিবাসে।।
স্বপ্নচ্ছলে শ্রীগোবিন্দ মন্দির হইতে।
গজেন্দ্র-গমনে আইলা আচার্য্য-অগ্রেতে।।
লক্ষ লক্ষ চন্দ্রমা জিনিয়া চাঁদ-মুখে।
হাসিয়া কহয়ে শ্রীনিবাসে মহাসুখে।।
ওহে শ্রীনিবাস খেদ কর সম্বরণ।
শুনিতে না জানি প্রাণ করয়ে কেমন।।
তুমি মোর প্রেমমূর্ত্তি না জান তা তুমি।
নিরন্তর তোমার নিকটে আছি আমি।।
মোর মনোহভীষ্ট যে তা অনেক প্রকারে।
করিনু প্রকাশ রূপ-সনাতন-দ্বারে।।
তোমা-দ্বারে গ্রন্থরতন করি’ বিতরণ।
‘‘হরিব জীবের দুঃখ দিয়া প্রেমধন।।
যে জন লইবে আসি’ শরণ তোমার।
তারে আমি অবশ্য করিব অঙ্গীকর।।
এত কহি শ্রীনিবাসে করি’ অনুগ্রহ।
হইলেন কি অদ্ভুত শ্রীগৌর-বিগ্রহ।।
আলিঙ্গন করি’ গৌড়ে বিদায় করিয়া।
মন্দিরে প্রবেশে গৌর মূর্ত্তি সম্বরিয়া।।
শ্রীগোবিন্দ অদর্শনে ব্যাকুল হৃদয়।
জাগিয়া দেখয়ে নিশি প্রভাত সময়।।
সবাকার অনুমতি পাইয়া সেইক্ষণে।
করাইলা গাড়ীতে গ্রন্থের আরোহণে।।
গোস্বামী সকল ব্রজে অনুব্রজি আইলা।
যত ব্রজবাসী তার সঙ্গেই চলিলা।।’’

কেউ,–ঘরে ফিরে যেতে নারে

প্রিয়-শ্রীনিবাসে ছেড়ে—কেউ,–ঘরে ফিরে যেতে নারে

‘‘একক্রোশ অনুব্রজি আইলা যখন।
সে সকলের বিচ্ছেদ কে বা করিবে বর্ণন।।’’

ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

শ্রীজীবের চরণ ধরে—ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে

আর কি দেখতে পাব হে

ও রাঙ্গা-চরণ দুখানি—আর কি দেখতে পাব হে

শ্রীনিবাস কাঁদে রে

গৌড়-মণ্ডলে যাবার কালে—শ্রীনিবাস কাঁদে রে
গোস্বামীগণের আজ্ঞায়—শ্রীনিবাস কাঁদে রে
গোস্বামীগণের পায়ে ধরে—শ্রীনিবাস কাঁদে রে
গোস্বামীগণের পানে চেয়ে—শ্রীনিবাস কাঁদে রে

আর কি দেখতে পাব হে

শ্রীগুরু-গৌরাঙ্গগণ—আর কি দেখতে পাব হে

[মাতন]
কি বলব আমার কপাল মন্দ

আর দেখতে পাব কি মুখচন্দ্র—কি বলব আমার কপা মন্দ

গোস্বামীগণ—‘‘কহি কর অতশয় ব্যাকুল-হিয়ায়।
শ্রীনিবাস-আচার্য্যেরে করিলা বিদায়।।’’

চলিলেন গ্রন্থ-সম্পুট লয়ে

রূপ-সনাতন বলি’ ভাসি’ নয়ন-জলে—চলিলেন গ্রন্থ-সম্পুট লয়ে

সঙ্গে দিলেন শ্রীজীব-গোসাঞি

বহুজন রক্ষক—সঙ্গে দিলেন শ্রীজীব-গোসাঞি

‘‘শ্রীনিবাস-নরোত্তম-শ্যামানন্দ তিনে।
শ্রীগৌড়মণ্ডল প্রাপ্ত হৈল কতদিনে।।
বন-পথে বন-বিষ্ণুপুর-সন্নিধানে।
বন-মধ্যে একগ্রাম আইলা সেইখানে।
তথা সাবধানে বহুরাত্রি গোঙাইলা।
প্রভু-ইচ্ছামতে সবে নিদ্রাগত হইলা।।
রাজা বীরহাম্বিরে কহিল কোন-জন।’’

দস্যুর ভূপতি

নিতুই ভাগবত শুনে—দস্যুর ভূপতি

‘‘রাজা বীরহাম্বিরে কহিল কোন-জন।
গাড়ী পূরি রত্ন লইয়া আইলা মহাজনযয
গণিতা গণিল কিবা দোষ আছে তার।
অপ্রমাণ নহে সেই ধন মাত্র সার।।
শুনি রাজা দস্যু শীঘ্র প্রেরিয়া উল্লাসে।
গ্রন্থরত্নগণ আনাইলা অনায়াসে।।’’

ত্বরায় গেলেন দেখিবারে

ধনরত্ন সম্পুট জেনে,–ত্বরায় গেলেন দেখিবারে
মহা-অর্থলাভ হয়েছে জেনে—ত্বরায় গেলেন দেখিবারে

‘‘সম্পুটের মধ্যে গ্রন্থ না করি’ বাহির।
সম্পুট দর্শনে রাজা হইলা অস্থির।।’’

অপরূপ মহিমা

শ্রীগ্রন্থগণের–অপরূপ মহিমা

গ্রন্থপূর্ণ-সম্পুট দেখি’

গ্রন্থ দর্শন হয় নাই—গ্রন্থপূর্ণ-সম্পুট দেখি’

চিত্ত-শুদ্ধি হৈল রাজার

হৈল কৃপার সঞ্চার-চিত্ত-শুদ্ধি হৈল রাজার

উপজিজল সাত্বিক ভাব

গ্রন্থ-সম্পুট দেখে—উপজিল সাত্বিক ভাব

বুদ্ধির কি অপেক্ষা করে

বস্তু-শক্তি—বুদ্ধির কি অপেক্ষা করে

বীরহাম্বির চমৎকৃত

হয়ে প্রেমে উনমত—বীরহাম্বির চমৎকৃত

বলে,–কখনও ত’ পাই নাই

এমন আনন্দ আমি—বলে,–কখনও ত’ পাই নাই

লয়ে চলেছে কোন-জগতে

পরম-আনন্দ-পথে—লয়ে চলেছে কোন-জগতে

আমার,–দস্যুভাব দূরে গেল

সম্পুট দেখিয়া কেন—আমার,–দস্যুভাব দূরে গেল
ভক্তি-ভাব জেগে উঠল—আমার,–দস্যুভাব দূরে গেল

[মাতন]

‘‘রাজা কহে এ কি হৈল আমার অন্তরে।
না জানি কি রত্ন আছে সম্পুট-ভিতরে।।’’

কিছু পরে স্থির হয়ে
আদেশিলেন নিজজনে
সম্পুট খোল ত্বরা করি’

কি রত্ন আছে দেখব আমি—সম্পুট খোল ত্বরা করি’

আছে বুঝি অপূর্ব্ব-রত্ন

প্রেমেতে পাগল-করা—আছে বুঝি অপূর্ব্ব-রত্ন

‘‘রাজা বহু বিচার করিয়া মনে মনে।
গ্রন্থের সম্পুট শীঘ্র খুলিলা নির্জ্জনে।।
সম্পুটের মধ্যে দেখে গ্রন্থরত্নগণ।
রাজা মহাখেদে কহে করিয়া ক্রন্দন।।
হায় কি হইল দুর্দ্দেব আমার।
কোন-মহাশয়ে দুঃখ দিলুঁ মুঁই ছার।।’’

হায় হায় কি করেছি

মহারত্ন-লোভে—হায় হায় কি করেছি

অপরাধী হয়েছি

কোন মহাজনে দুঃখ দিয়েছি—অপরাধী হয়েছি

[মাতন]
কাঁদিতে কাঁদিতে বীরহাম্বির
বলিলেন নিজগণে
কর সবে অন্বেষণ

কোথা আছে সেই মহাজন—কর সবে অন্বেষণ
যাঁর এই গ্রন্থগণ—কর সবে অন্বেষণ

‘‘যদি মোর ভাগ্যে হয় তাঁর দরশন।
তবে গ্রন্থরত্ন দিয়া লইমূঁ শরণ।।’’

সবংশেতে পদে বিকাই

যদি তাঁর দর্শন পাই—সবংশেতে পদে বিকাই

[মাতন]
লুটাইব পদতলে

পুত্র-কলত্রাদি মিলে—লুটাইব পদতলে

[মাতন]

‘‘ঐছে কত কহে রাজা বসিয়া বিরলে।
এথা গ্রন্থ চুরি হৈলে জাগিয়া সকলে।।
গ্রন্থ অদর্শনে হৈল যে দশা সবার।
তাহা এক-মুখে কি বর্ণিব মুঞি ছার।।’’

ব্যাকুল হইল সবাই

দেখি’,–কোন গ্রন্থ-সম্পুট নাই—ব্যাকুল হইল সবাই

কাঁদেন অতি ব্যাকুল হয়ে

হা প্রভু রূপ সনাতন বলে—কাঁদেন অতি ব্যাকুল হয়ে

[মাতন]

‘‘ভূমে আছাড়িয়া অঙ্গ কাঁদে উচ্চৈঃস্বরে।’’

বলে,–হায় হায় এ কি হল

গ্রন্থরত্ন কোথায় গেল—বলে,–হায় হায় এ কি হল

[মাতন]
ব্যাকুল হয়ে শ্রীনিবাস কাঁদে
বলে,–দরশনে বঞ্চিত কৈলে

হাহা প্রভু রূপ-সনাতন—দরশনে বঞ্চিত কৈলে

যদি বা কিছু কৃপা কৈলে

গ্রন্থ-বিতরণ-আজ্ঞা-ছলে –যদি বা কিছু কৃপা কৈলে

যদি বা পেলাম কৃপা-আজ্ঞা
কিন্তু,–আমি বড় অভাগা
সে ভাগ্যে বঞ্চিত হলাম

না হইল আজ্ঞা পালন—সে ভাগ্যে বঞ্চিত হলাম
হা প্রাণ-গৌরাঙ্গগণ—সে ভাগ্যে বঞ্চিত হলাম
হারাইলাম গ্রন্থ-রতন—সে ভাগ্যে বঞ্চিত হলাম

হারাইলাম ভাগ্য-দোষে
কেন বা দিলে হে

অযোগ্য-পাত্র—কেন বা দিলে হে
শ্রীগ্রন্থ—রতনে—কেন বা দিলে হে

‘‘ভূমে আছাড়িয়া অঙ্গ কাঁদে উচ্চৈঃস্বরে।
কেহ কোনরূপ-স্থির হইতে না পারে।।
সে-কালে দৈববাণী হইল আকাশে।
চিন্তা নাহি গ্রন্থ প্রাপ্তি হৈবে অনায়ারে।।
প্রভু-ভঙ্গী জানি’ সবে করিয়া আশ্বাস।
শ্রীনরোত্তমের প্রতি কহে শ্রীনিবাস।।
খেতুরী-গ্রামেতে শীঘ্র করিয়া গমন।
প্রভু-লোকনাথ-আজ্ঞা করহ পালন।।’’

প্রভু-আজ্ঞা করহ পালনে

যাইহ নরোত্তম—প্রভু-আজ্ঞা করহ পালনে
যাও ত্বরায় খেতুরী-গ্রামে—প্রভু-আজ্ঞা করহ পালনে

[মাতন]

‘‘শ্যামানন্দে পাঠাইবা সুসঙ্গতি-মতে।
অম্বিকা হইয়া যাইবেন উৎকলেতে।।’’

যাও শ্যামানন্দ উৎকলেতে

ভাসাও গৌর-নাম-প্রেমেতে—যাও শ্যামানন্দ উৎকলেতে

[মাতন]

‘‘পাঠাইব সমাচার গ্রন্থ প্রাপ্ত হইলে।’’

কোলে করে কেঁদে বলে

নরোত্তম-শ্যামানন্দে—কোলে করে কেঁদে বলে
শ্রীনিবাসাচার্য্য-ঠাকুর—কোলে করে কেঁদে বলে

যদি গৌরের কৃপা হয়
তবে পুনঃ দেখা হবে

গ্রন্থরত্ন পাই যবে—তবে পুনঃ দেখা হবে

নচেৎ,–এই আমার শেষ দেখা

গ্রন্থ না পেলে প্রাণ রাখবে না—নচেৎ–এই আমার শেষ দেখা

এই দেখা হল শেষ

যদি গ্রন্থের না পাই উদ্দেশ—এই দেখা হল শেষ

[মাতন]

‘‘পাঠাইব সমাচার গ্রন্থ প্রাপ্ত হইলে।
নহিবে উদ্বিগ্ন আসি মিলিবা সকলে।।’’

হবে পুনঃ দেখা হবে

গ্রন্থ-সনে আমা-সনে—হবে পুনঃ দেখা হবে

‘‘ঐছে কত কহি দোঁহে বিদায় করিল।
দোঁহে যে ব্যাকুল তাহা বর্ণিতে নারিল।।’’

ব্যাকুল হয়ে কাঁদে রে

শ্রীনিবাসের শ্রীমুখ-চেয়ে—ব্যাকুল হয়ে কাঁদে রে
কতদিনে দেখা পাব বলে—ব্যাকুল হয়ে কাঁদে রে

[মাতন]
কতদিনে দেখতে পাব

হা প্রভু-শ্রীনিবাস তোমায়—কতদিনে দেখতে পাব

‘‘এথা শ্রীনিবাসাচার্য্য বন-বিষ্ণুপুরে।
করিলেন অনুগ্রহ শ্রীবীরহাম্বিরে।।’’

ব্যাকুল হয়ে খুঁজে বেড়ায়

বিষ্ণুপুররে ঘরে ঘরে—ব্যাকুল হয়ে খুঁজে বেড়ায়
শ্রীনিবাসাচার্য্য-ঠাকুর—ব্যাকুল হয়ে খুঁজে বেড়ায়

ব্যাকুল হয়ে খুঁজতে খুঁজতে
বসিলেন এক-বটবৃক্ষ-তলে

ভাসি’ দুটী নয়ন-জলে—বসিলেন এক-বটবৃক্ষ-তলে
হা প্রাণ-গৌরাঙ্গ বলে—বসিলেন এক-বটবৃক্ষ-তলে

[মাতন]
ব্যাকুল হয়ে কাঁদেন শ্রীনিবাস

বসি মাথায় দিয়ে হাত—ব্যাকুল হয়ে কাঁদেন শ্রীনিবাস

[মাতন]
হায় প্রভু কি করিলে

দিয়ে রত্ন কেড়ে নিলে –হায় প্রভু কি করিলে

[মাতন]
দূর হতে দেখতে পেলেন

বীরহাম্বিরের প্রেরিত চর—দূর হতে দেখতে পেলেন
প্রেমবিষ্ট-শ্রীনিবাসে—দূর হতে দেখতে পেলেন

মনেতে বিচার করলেন
কে বটে ও মহাপুরুষ

জ্যোতির্ম্ময়-মূরতি—কে বটে ও মহাপুরুষ

কেন ভাসেন নয়ন-জলে
এই বুঝি তিনি হবেন

যাঁর সেই গ্রন্থরত্ন—এই বুঝি তিনি হবেন

ছুটে গেলেন তাঁর কাছে
কর-জোড় করে বললেন

কেন করছেন ক্রন্দন—কর-জোড় করে বললেন

শুনি’ সর্ব্ব-শোকের কারণ
গিয়া সে সব অনুচর
লুটাইয়া পড়িলেন

শ্রীনিবাসচার্য্য-চরণে—লুটাইয়া পড়িলেন

তাঁদের কিছু স্থির করি’
জিজ্ঞাসিলেন শ্রীনিবাস
কেন ব্যাকুল হও তোমরা
তাঁরা সব বর্ণন করলেন
আসি’ তারা গৃহে সবে
জানাইলেন বীরহাম্বিরে
চলুন প্রভু ত্বরা করে

পেয়েছি তাঁর সন্ধানে—চলুন প্রভু ত্বরা করে

দীনবেশে বীরহাম্বির
চলিলেন ব্যাকুল হয়ে
দূর হতে দেখতে পেয়ে

জ্যোতির্ম্ময় সেই প্রেমের মূরতি—দূর হতে দেখতে পেয়ে

করিলেন দণ্ডবৎ

অপরাধ ক্ষমা কর বলে—করিলেন দণ্ডবৎ

কিছুপরে স্থির হয়ে
নিবেদিলেন শ্রীনিবাসে
ধনরত্ন মনে করে
করেছি আমি অপহরণ

প্রেমের স্বরূপ গ্রন্থরাজি—করেছি আমি অপহরণ
সামান্য-ধন-লোভে—করেছি আমি অপহরণ
আমার নিজগণ-দ্বারে—করেছি আমি অপহরণ

অপরাধ করেছি

গ্রন্থরত্ন হরেছি—অপরাধ করেছি

আমার অপরাধ ক্ষমা কর

নিজ-দাসের দাস কর—আমার অপরাধ ক্ষমা কর
আমার,–দস্যুবৃত্তি দূর কর—আমার অপরাধ ক্ষমা কর

[মাতন]
চল প্রভু ত্বরা করি’
গ্রন্থ-সম্পুট দর্শন কর
নিজ-গৃহে আনিলেন শ্রীনিবাসে
শান্ত করিলেন তাঁরে

নানাবিধ-সেবা করে—শান্ত করিলেন তাঁরে

বিকাইলেন শ্রীচরণে

সবংশে বীরহাম্বির—বিকাইলেন শ্রীচরণে

সবেই গায় মহোল্লাসে
জয় জয় শ্রীনিবাস

বীরহাম্বিরের উদ্ধারণ—জয় জয় শ্রীনিবাস

[মাতন]
রাজার দশা দেখে
সকলেই হৈলেন বৈষ্ণব

শ্রীনিবাসের কৃপা পাইয়া—সকলেই হৈলেন বৈষ্ণব

সেই হতে হলেন বৈষ্ণব

বিষ্ণুপুর-বাসী সব—সেই হতে হলেন বৈষ্ণব

বিষ্ণুপুর হইল আনন্দধাম
ঘরে ঘরে শ্রীবিগ্রহ-সেবা
নিশিদিশি নামের রোল

বিষ্ণুপুরের ঘরে ঘরে—নিশিদিশি নামের রোল
প্রভুনিতাই-প্রাণগৌরাঙ্গের—নিশিদিশি নামের রোল

[মাতন]
অদ্যাপিও সাক্ষী আছে
আর কিছু জানে না

বিষ্ণুপুর-বাসী সবে—আর কিছু জানে না
প্রভু-শ্রীনিবাস বিনে—আর কিছু জানে না

শ্রীগৌর-গোবিন্দ-সেবা

বিষ্ণুপুরের ঘরে ঘরে—শ্রীগৌর-গোবিন্দ-সেবা

দ্বিতীয় শ্রীবৃন্দাবন

শ্রীবিষ্ণুপুর-গ্রাম হন—দ্বিতীয় শ্রীবৃন্দাবন

‘‘রাজারে দিলেন নাম হরিচরণ-দাস।
কায়মনোবাক্যে ঠাকুরের পদ আশ।।
আচার্য্যের গুণে হিয়া উমড়ে সদায়।
স্বপ্নেও রাজা আচার্য্যের গুণ গায়।।’’

কি বলব রাজার অনুরাগের কথা

শুনিলে যায় মনের ব্যথা—কি বল্‌ব রাজার অনুরাগের

ব্যাকুল হয়ে কাঁদে রে

বীরহাম্বির আচার্য্য-গুণে—ব্যাকুল হয়ে কাঁদে রে

আবেশে বলেন বীরহাম্বির

‘‘প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশা
তুয়া পদে কি বলিব আর।
আছিনু বিষয়-কীট, বড়ই লাগিত মিঠ,
ঘুচাইলে রাজ-অহঙ্কার।।’’

তোমার কি অহৈতুকী অদ্ভুত কৃপা

অযোগ্য-অপাত্রে—তোমার কি অহৈতুকী অদ্ভুত কৃপা
অশেষ-দোষের দোষী জেনেও—তোমার কি অহৈতুকী অদ্ভুত কৃপা

‘‘করিতু গরল পান, সে ভেল ডাহিন বাম,
দেখাইলে অমিয়ার ধার।’’

করিতাম দস্যুবৃত্তি
ছাড়ায়ে দিলে দস্যুবৃত্তি

দিলে মোরে শ্রদ্ধা-ভক্তি—ছাড়ায়ে দিলে দস্যুবৃত্তি

অমিয়া-ভাণ্ড দিলে করে

বিষয়-বিষ-ভাণ্ড নিলে কেড়ে—অমিয়া-ভাণ্ড দিলে করে

‘‘দেখাইলে অমিয়ার ধার।
পিব পিব করে মন,’’

তোমার দাস্য-সুধারস

‘‘পিব পিব করে মন, সব লাগে উচাটন,’’

কিছুই ভাল লাগে না

শ্রীনিবাস তোমার কৃপায়—কিছুই ভাল লাগে না
অসার-সংসার আর—কিছুই ভাল লাগে না

বিষয়—বিষ-পানে রুচি নাই আর

পিয়াইলে অমিয়ার ধার—বিষয়-বিষ-পানে রুচি নাই আর

‘‘এমতি তোমার ব্যবহার।।’’

কি বলব তোমার গুণের কথা

‘‘শ্রীরাধাপদ-সুধারাশি, সে পদে করিলে দাসী,’’

আমার,–গলায় ছিল মায়ার ফাঁসি
করলে মোরে রাধা-দাসী

ছিন্ন করি’ মায়ার ফাঁসি—করলে মোরে রাধাদাসী

শুধু কেবল তাই নয়
এক-মুখে কতই বলব

প্রভু,–শ্রীনিবাস তোমার কৃপার কথা—এক-মুখে কতই বলব

‘‘গোরাপদে বাঁধি’ দিলা চিত।
শ্রীরাধা-রাধারমণ-সহ, দেখাইলে কুঞ্জ-গেহ,
জানাইলে দুহুঁ-প্রেমরীত।।
শ্রীযমুনার কূলে যাই, তীরে সখী ধাওয়া ধাই,
রাই কানু বিলসই সুখে।
এ বীরহাম্বির হিয়া, ব্রজপুর সদাধিয়া,
যাঁহা আলি উড়ে লাখে লাখে।।’’

আমার,–মন ভ্রমে ব্রজলীলায়

প্রভু শ্রীনিবাস তোমার কৃপায়-আমার,–মন ভ্রমে ব্রজলীলায়
পতিত বীরহাম্বির আমি—আমার,–মন ভ্রমে ব্রজলীলায়
কেবল,–তোমার চরণ আরাধিয়া—আমার,–মন ভ্রমে ব্রজলীলায়

তোমার কৃপায় বলিহারি
কত-গুণের ঠাকুর রে

আচার্য্য শ্রীশ্রীনিবাস—কত-গুণের ঠাকুর রে

বীরহাম্বিরে উদ্ধার করে

গ্রন্থ অপহরণ-ছলে—বীরহাম্বিরে উদ্ধার করে

গেলেন শ্রীশ্রীনিবাস

যাজিগ্রামে নিজ বাস—গেলেন শ্রীশ্রীনিবাস

যাজিগ্রামে অদ্ভুত বিহার

গণ-সনে শ্রীনিবাসের—যাজিগ্রামে অদ্ভুত বিহার

‘‘এথা শ্রীআচার্য্য শিষ্যগণেরে পড়ায়।
সর্ব্বশ্রেষ্ঠ-ভক্তি কহি গর্জ্জে সিংহপ্রায়।।
শ্রীনিবাসাচার্য্য-বিদ্যা-প্রভাব অপার।
শুনি’ সকলের চিত্ত হয় চমৎকার।।
নানা-দেশ হইতে যে আসে বিদ্যাবান।


সে সবে পড়ান ভক্তিরত্ন দিয়া দান।।’’

‘‘গোস্বামীর গ্রন্থ গণ, করিলেন বিতরণ,
শ্রীগৌড়মণ্ডলে স্থির হইয়া।।
গৌর-প্রেম-সুধা পানে, সদা মত্ত সংকীর্ত্তনে,
জগতে ঘোষয়ে যশ যাঁর।
কহে নরহরি দীনে, উদ্ধার আপনা-গুণে
এমন দয়ালু নাহি আর।।’’

কিছুদিনে হইল মিলন

রামচন্দ্র-কবিরাজের সনে—কিছুদিনে হইল মিলন

কি বলব শ্রীনিবাসের কথা
নিশিদিশি গৌর-প্রসঙ্গ

নরোত্তম-রামচন্দ্রের সনে—নিশিদিশি গৌর-প্রসঙ্গ
গ্রন্থগণের অনুশীলন আর—নিশিদিশি গৌর-প্রসঙ্গ

শ্রীনিবাস কাঁদে রে

যাজিগ্রামে বসে—শ্রীনিবাস কাঁদে রে
নরোত্তম-রামচন্দ্রের গলা ধরে—শ্রীনিবাস কাঁদে রে

বামভাগে রামচন্দ্র
দক্ষিণেতে নরোত্তম
দুজনের গলা ধরি’ কাঁদে
বলে—নরোত্তম গৌর বল

রামচন্দ্র গৌর বল—বলে,–নরোত্তম গৌর বল

[মাতন]
কিছুদিনে উঠল বিরহ-ব্যথা

শ্রীনিবাসাচার্য্যের অদর্শনে—কিছুদিনের উঠল বিরহ-ব্যথা
ঠাকুর-শ্রীনরোত্তমের—কিছুদিনে উঠল বিরহ-ব্যথা

ব্যাকুল হয়ে কাঁদে রে

ঠাকুর-শ্রীনরোত্তম—ব্যাকুল হয়ে কাঁদে রে
শ্রীনিবাসের বিরহে—ব্যাকুল হয়ে কাঁদে রে
খেতুরী-গ্রামে বসে— ব্যাকুল হয়ে কাঁদে রে

‘‘যে আনিল প্রেমধন করুণা প্রচুর।
হেন প্রভু কোথা গেলা আচার্য্য-ঠাকুর।।’’

হায়,–বিধি মোরে কি করিলা

শ্রীনিবাস কোথা গেলা—হায়,–বিধি মোরে কি করিলা

[মাতন]

‘‘কাঁহা গেলা স্বরূপ রূপ কাঁহা সনাতন।
কাঁহা দাস-রঘুনাথ শ্রীজীব-জীবন।।’’


তোমরা সবাই গেলে কোথা
কে শুনাবে গৌর-কথা—তোমরা সবাই গেলে কেথা

[মাতন]

‘‘কাঁহা মোর ভট্টযুগ কাঁহা কবিরাজ।’’

একে একে কোথা লুকালে

পরাণ-গৌরাঙ্গগণ তোমরা—একে একে কোথা লুকালে

লুকাইয়ে করছ খেলা

পরাণ-গৌরাঙ্গগণ তোমরা—লুকাইয়ে করছ খেলা
লয়ে খেলার পুতুল গৌর–কোথা,–লুকাইয়ে করছ কো

‘‘কাঁহা মোর ভট্টযুগ কাঁহা কবিরাজ ।
এককালে কোথা লুকালে গোরা-নটরাজ।।’’

এককালে কোথা লুকালে

লয়ে খেলার সাথী-সকলে—এককালে কোথা লুকালে
আমাদের,–আঁখিতে মায়ার ঠুলি দিয়ে—এককালে কোথা লুকালে

বলে,–হায় হায় কি করব রে

ঠাকুর নরোত্তম বিরহেতে কাঁদে—বলে,–হায় হায় কি করব রে

‘‘পাষাণে কুটির মাথা অনলে পশিব।
গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব।।’’

কোথা গেলে প্রাণ-গৌর পাব
সকল-সুখেই বঞ্চিত হলাম
কিছুই দেখতে পেলাম না

পূর্ব্বলীলা পরলীলা—কিছুই দেখতে পেলামনা

দুঃখের কথা কারে বা বলব

কত-ব্যথা রয়েছে প্রাণে—দুঃখের কথা কারে বা বলব

‘‘শ্রীগৌরাঙ্গের সহচর, শ্রীবাসাদি গদাধর,
হায়,–নরহরি মুকুন্দ মুরারী।
সঙ্গে স্বরূপ রামানন্দ, হরিদাস প্রেমকন্দ,
হায়,–দামোদর পরমানন্দ-পুরী।।


যে সব করিলা লীলা,’’


‘মধুর,–নদীয়া আর নীলাচলে’—
সুরধুনী আর সিন্ধুকূলে—মধুর নদীয়া আর নীলাচলে

‘‘যে সব করিলা লীলা, শুনিতে গলয়ে শীলা,
তাহা মুঁই না পাইনু দেখিতে।’

কিছুই দেখতে পেলাম না রে

প্রাণ-গৌরাঙ্গের,–প্রেম-পুরুষোত্তম-লীলা—কিছুই দেখতে পেলাম না রে
স্থাবর-জঙ্গম,–প্রেমোন্মত্তকারী-লীলা—কিছুই দেখতে পেলাম না রে
প্রাণ-গৌরাঙ্গের,–পাষাণ-গলান-লীলা—কিছুই দেখতে পেলাম না রে

পাষাণ-গলান-লীলা

আমার,–চিতচোর-প্রাণ-গৌরাঙ্গের—পাষাণ-গলান-লীলা

[মাতন]
অদ্যাপি তার নিদর্শন আছে

ও যে,–লীলায় শীলা গলেছে—অদ্যাপি তার নিদর্শন আছে
শ্রীজগন্নাথের শ্রীমন্দিরে—অদ্যাপি তার নিদর্শন আছে

আজও,–সেই-লীলার সাক্ষী দিছে

পাষাণে শ্রীপদ-চিহ্ন—আজও,–সেই-লীলার সাক্ষী দিছে

‘‘গৌর্-সুন্দর নটরাজ।’’

আরে আমার,

আরে আরে—আরে আমার
পরাণে—পরাণ আমার

‘‘গৌর-সুন্দর নটরাজ।
শ্রীল-জগন্নাথ-আগে, বাড়াইয়া অনুরাগে,
নাচে পরি’ ভাবরত্ন-সাজ।।’’

ভাব-ভূষণে বিভূষিত

আমার,–ভাবনিধি শচীসুত—ভাব-ভূষণে বিভূষিত

একদিন আমার গৌরহরি
করিছেন জগন্নাথ-দরশন

গরুড়-স্তম্ভের পার্শ্বে দাঁড়ায়ে—করিছেন জগন্নাথ-দরশন

রাধিকা-ভাবিত মতি

ভাবনিধি গৌরাঙ্গ আমার—রাধিকা-ভাবিত মতি
শ্রী,–জগন্নাথের বদন চেয়ে—রাধিকা-ভাবিত মতি

‘‘বৈবর্ণ স্তব্ধতা গদগদ বাক্যোচ্চার,’’

স্বর্ণ-বর্ণ হল বিবর্ণ

জগন্নাথের বদন চেয়ে—স্বর্ণ-বর্ণ হল বিবর্ণ

জ-জ-জ-জ-গ-গ করে

জগন্নাথ বলতে নারে—জ-জ-জ-জ-গ-গ করে

‘‘বৈবর্ণ স্তব্ধতা আর, গদগদ বাক্যেচ্চার,
কম্প অশ্রু পুলক সঘর্ম্ম।
এই সপ্ত সাত্বিকভাব, আর দুই অনুভাব,
হাস্য নৃত্য সব প্রেমধর্ম্ম।।

গৌর-অঙ্গে হল বেকত

সাত্বিক-বিকার যত—গৌর-অঙ্গে হল বেকত

গৌর-অঙ্গ বিভূষিত

নানা,–ভাবাবলি-ভূষণেতে—গৌর-অঙ্গ বিভূষিত

বিরাজ নাই বিরাম নাই

অবিরল-নয়ন-ধারার—বিরাম নাই বিরাম নাই
যেন,–শ্রাবণ-মেঘের ধারা—বিরাম নাই বিরাম নাই

যেন,–পিচকারী-জলযন্ত্র-ধারা

শ্রীগৌরাঙ্গের নয়ন-ধারা—যেন,–পিচকারী-জলযন্ত্র-ধারা
এক এক ধারায় শত-শত ধারা—যেন,–পিচকারী-জলযন্ত্র-ধারা

ভাসিল রে মুখ-কমল

অবিরল-নয়ন-ধারায়—ভাসিল রে মুখ-কমল

পড়িল হৃদি-কমলে

মুখ-কমল ভাসাইয়ে—পড়িল হৃদি-কমলে
হৃদি-কমল ভাসাইয়ে—পড়িল চরণ-কমলে
চরণ-কমল পাখালিয়ে—নিম্নখাল পূর্ণ কৈল
গরুড়-স্তম্ভের পার্শ্বদেশেব—নিম্নখাল পূর্ণ কৈল
শ্রীগৌরাঙ্গে নয়ন-ধারায়—নিম্নখাল পূর্ণ হল

পাষাণ গলিয়া গেল

সেই-গৌরের পদ-পরশে—পাষাণ গলিয়া গেল

[মাতন]
পাষাণ-গলান গোরা

প্রাণভরে বল ভাই তোরা—পাষাণ-গলান গোরা

[মাতন]
দেখিতে ত’ পেলাম না

প্রাণ-গৌরাঙ্গের,–পাষাণ-গলান-লীলা—দেখিতে ত’ পেলাম না

কীর্ত্তন-নটন-লীলা

সুরধুনী-পুলিনে—কীর্ত্তন-নটন-লীলা
ও,–‘‘গমন-নটন-লীলা,’’
ওগো আমার,–সীতানাথের আনানিধির—গমন-নটন-লীলা
ওগো আমার,–নদীয়া-বিনোদিয়ার—গমন-নটন-লীলা
ওগো আমার,–প্রাণ-শচীদুলালিয়ার—গমন-নটন-লীলা
ওগো আমার,–শ্রীবাস-অঙ্গনের নটুয়ার—গমন-নটন-লীলা
ওগো আমার,–শ্রীগদাধরের প্রাণবঁধুয়ার—গমন-নটন-লীলা
ওগো আমার,–সঙ্কীর্ত্তন-সুলম্পটের—গমন-নটন-লীলা
সঙ্কীর্ত্তন,–কেলিরস—বিনোদিয়ার –গমন-নটন-লীলা
সঙ্কীর্ত্তন,–রাসরস-উন্মাদিয়ার—গমন-নটন-লীলা
ওগো আমার,–নরহরির চিতচোরের—গমন-নটন-লীলা
ওগো আমার,–রসময়-গৌর-কিশোরের—গমন-নটন-লীলা
ওগো আমার,–সনাতনের গতি-গৌরাঙ্গের—গমন-নটন-লীলা
ওগো আমার,–শ্রীরূপ-হৃদ্‌কেতন-গোরার—গমন-নটন-লীলা
ও,–‘‘গমন-নটন-লীলা,’’
ওগো আমার,–শ্রীলোকনাথের হৃদবিহারীর—গমন-নটন-লীল
ওগো আমার,–দাস-রঘুনাথের সাধনের ধনের—গমন-নটন-লীলা
ওগো আমার,–গোপালভট্টের প্রাণারাম-গৌরাঙ্গের—গমন-নটন-লীলা
ওগো আমার,–শ্রীজীব-জীবন-গোরার—গমন-নটন-লীলা
ওগো আমার,–সার্ব্বভৌমের চৈতন্যদাতার—গমন-নটন-লীলা
ওগো আমার,–রাজা-প্রতাপরুদ্রের ত্রাণকারীর—গমন-নটন-লীলা
ওগো আমার,–গজপতি-উদ্ধারণের—গমন-নটন-লীলা
ওগো আমার,–রামরায়ের চিতচোরের—গমন-নটন-লীলা
ওগো আমার,–স্বরূপের সর্ব্বস্বধনের—গমন-নটন-লীলা
ওগো আমার,–নিতাই-পাগল-করা-গোরার—গমন-নটন-লীলা

[মাতন]
চলে যেতে নেচে যায়

নাটুয়া-মুরতি-গৌর আমার—চলে যেতে নেচে যায়
নাটুয়া-মুরতি নটন-গতি—চলে যেতে নেচে যায়
আমার প্রাণ-গৌরাঙ্গের,—নাটুয়া-মুরতি নটন-গতি—চলে যেতে নেচে যায়
মহা,–ভাবানিধি-গৌরাঙ্গ আমার—চলে যেতে নেচে যায়
ভাবনিধি-গোরা,–ভাব হিল্লোলে হেলে দুলে—চলে যেতে নেচে যায়

ও,—‘‘গমন-নটন-লীলা, বচন-সঙ্গীত-কলা,’’

সঙ্গীতেতে কথা কয়

রসের গোরা,–চলে যেতে নেচে যায়—সঙ্গীতেতে কথা কয়
ওগো আমার,–রসের গোরা চিতচোরা—সঙ্গীতেতে কথ কয়

গমনে নটন বচনে গান

শচীদুলাল-প্রাণগৌরাঙ্গের—গমনে নটন বচনে গান

গমনই নটন বচনই গান

নদীয়াবিনোদ-গৌরাঙ্গের—গমনই নটন বচনই গান

চলিতে নাচে বলিতে গায়

রসময়-গৌরাঙ্গ-রায়—চলিতে নাচে বলিতে গায়

[মাতন]
সঙ্গীতেতে কথা কয়
যেন,–কতশত-কোকিল কুহরিছে

পঞ্চম-রাগ জিনি যেন—কতশত-কোকিল কুহরিছে

না না তাতে তুলনা হয় না
যেন,–অমিয়া-সিন্ধু উথলিছে

জগত,–অমৃতময় করবে বলে—যেন,–অমিয়া-সিন্ধু উথলিছে
আমার,–গৌরহরি হরি বলিছে—যেন,–অমিয়া-সিন্ধু উথলিছে

[মাতন]

ও,–‘‘মধুর-চাহনি আকর্ষণ।’’

তারই আঁখি-মন হরিছে

একবার,–হরি বলে যার পানে চাইছে—তারই আঁখি-মন হরিছে

[মাতন]

‘‘একবার,–হরি বলে যার পানে চাইছে’—
রসের গোরা নেচে নেচে—হরি বলে যার পানে চাইছে

[মাতন]
তারই আঁখি-মন হরিছে
সে অমনি ঢলে পড়িছে

ভাবনিধি যার পানে চাইছে—সে ভাবাবেশে ঢলে পড়িছে

অপরূপ গৌরাঙ্গ-রঙ্গ
রসের গৌরাঙ্গ নাচে
আমার,–বিলাসী গৌরাঙ্গ নাচে

যে,–চলে পড়ে তারে বুকে ধরে—আমার,–বিলাসী গৌরাঙ্গ নাচে

[মাতন]

ও,–‘‘মধুর-চাহনি আকর্ষণ।
রঙ্গ বিনে নাহি অঙ্গ, ভাব বিনে নাহি সঙ্গ,’’

প্রতি-অঙ্গ রঙ্গে গড়া

ওগো আমার,–রঙ্গিয়া-প্রাণগৌরাঙ্গের –প্রতি-অঙ্গ রঙ্গে গড়া
অনঙ্গমোহন-গৌরাঙ্গের—প্রতি-অঙ্গ রঙ্গে গড়া
‘রঙ্গের মন্দির গোরার—প্রতি-অঙ্গ রঙ্গে গড়া
‘রঙ্গের মন্দির গোরা’—
নবীন-কামের কোঁড়া—রঙ্গের মন্দির গোরা

[মাতন]

প্রতি-অঙ্গ রঙ্গে গড়া
প্রতি-অঙ্গে অনঙ্গ-শর


শর বরিষণে নাহি অবসব—প্রতি-অঙ্গে অনঙ্গ-শর

শর,–বরষিছে নিরন্তর

নিজ,–পরিষদ উপর—শর,–বরষিছে নিরন্তর

পারিষদ হৈল জর-জর

নিরন্তর শর বরিষণে—পারিষদ হৈল জর-জর

‘ ‘রঙ্গ বিনে নাহি অঙ্গ, ভাব বিনে নাহি সঙ্গ,’’

অভাবের সঙ্গ করে না

মহা,–ভাবনিধি প্রাণগৌরাঙ্গ—অভাবের সঙ্গ করে না

ভাব-ভূষণে ভূষিত অঙ্গ

কম্প-অশ্রু-পুলকাদি—ভাব-ভূষণে ভূষিত অঙ্গ

নিশিদিশি ভাব-প্রসঙ্গ

অন্তরঙ্গ—ভাবুক-সঙ্গে—নিশিদিশি ভাব-প্রসঙ্গ

‘‘রসময় দেহেরই গঠন।।’’

গৌর কিশোর-বর

আরে আরে আরে আমার—গৌর কিশোর-বর
আরে আমার—গৌর কিশোর-বর
আরে আমার চিতচোর—গৌর কিশোর-বর
রসে তনু ঢর ঢর—গৌর কিশোর-বর

[মাতন]

‘রসে তনু ঢর ঢর’—
শ্রীনবদ্বীপ-পুরন্দর—রসে তনু ঢর ঢর

[মাতন]
গৌর কিশোর-বর
চিত চুরি করেছে আমার

শচীদুলাল গৌরহরি—চিত চুরি করেছে আমার

ভালমন্দ কিছুই জানিতাম না
খেলারসে মেতে ছিলাম
ঘরের বাহির করেছে মোরে

খোল-করতালে নাম-গুণ শুনায়ে—ঘরের বাহির করেছে মোরে
শচীদুলাল গৌরহরি—ঘরের বাহির করেছে মোরে

সেই অবধি খুঁজে বেড়াইছি

অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ-দেশে—সেই অবধি খুঁজে বেড়াইছি

চিতচোরা দেয় না ধরা

‘‘তাহা মুঞি না পাইনু দেখিতে।
তখনে না হৈল জন্ম,’’

দুঃখের কথা কারে বা বলব

‘‘তখনে না হৈল জন্ম, এবে ভেল ভববন্ধ,
সে না শেল রহি গেল চিতে।।’’

নিশিদিশি জ্বলছে হিয়া

ও সেই,–লীলা-অদর্শন-শেলে—নিশিদিশি জ্বলছে হিয়া
পাঁজর পুড়ে ঝাঁঝর হল—নিশিদিশি জ্বলছে হিয়া

হা,–‘‘প্রভু সনাতন রূপ, রঘুনাথ ভট্টযুগ,
হা,–ভূগর্ভ শ্রীজীব লোকনাথ।’’

তোমরা সব কোথা লুকালে

এই মধুর-বৃন্দাবনে—তোমরা সব কোথা লুকালে

‘‘এ-সকল-প্রভু মেলি, যে সব করিলা কেলি,
বৃন্দাবনে ভক্তগণ-সাথ।।’’

কিছুই দেখতে পেলাম না রে

প্রাণগৌর-লীলা তার গণের খেলা—কিছুই দেখতে পেলাম না রে

শ্রীগুরুমুখে শুনেছি মোরা

ত্রিকাল-সত্য,–প্রাণগৌর-গৌরগণের লীলা—শ্রীগুরুমুখে শুনেছি মোরা

লুকাইয়ে করছ খেলা

হা,–প্রভু-রূপ-সনাতন—লুকাইয়ে করছ খেলা
হা,–ভট্টযুগ-শ্রীজীব-গোসাঞি—লুকাইয়ে করছ খেলা
হা,–রঘুনাথ-ভূগর্ভ-গোসাঞি—লুকাইয়ে করছ খেলা
খেলা তোমাদের বন্ধ নাই—লুকাইয়ে করছ খেলা
আমাদের দুর্ভাগ্য-নবনিকা-আড়ে—লুকাইয়ে করছ খেলা

আমাদের কি দেখাবে না
গৌর-সন্ধান আর কে দিবে

তাঁর চির-সাথী তোমরা বিনে—গৌর-সন্ধান আর কে দিবে

তোমরা বিনে কে দেখাবে

গৌর তোমাদের প্রেমে বাঁধা—তোমরা বিনে কে দেখাবে

যদি এনেছ কৃপা করে

নৈলে কি আসা যায়—যদি এনেছ কৃপা করে

এসেছি তোমাদের আকর্ষণে

প্রাণগৌর দেখব নয়নে—এসেছি তোমাদের আকর্ষণে

বড়-আশায় এসেছি

আগমন-কাল জেনে—বড়-আশায় এসেছি
ত্রিকাল সত্য-লীলায়—বড়-আশায় এসেছি

একবার দেখাইও

অধিকার নাই কৃপা করে—একবার দেখাইও
অদোষ-দরশী-স্বভাবে—একবার দেখাইও
শ্রীগুরুগণের আনুগত্যে—একবার দেখাইও
রাস-রজনীতে গৌরাঙ্গ-বিহার—একবার দেখাইও
শ্রীবৃন্দাবনের বনে বনে—একবার দেখাইও
কৃষ্ণ-বিরহিণী গোরা-গুণমণি—একবার দেখাইও

খেলা,–দেখতেও কি কিছু দোষ আছে

আমরা,–নাই বা হলাম খেলার সাথী—

খেলা,–দেখতেও কি কিছু দোষ আছে
একবার দেখাইও
হৃদি-পটে এঁকে নিব

ও ভাবের মুরতি—হৃদি-পটে এঁকে নিব

কৃপা করে দেখা দিও
কতবার এসে খুঁজে গেছি
খুঁজে খুঁজে পাই না দেখা

কেঁদে কেঁদে ফিরে যাই—খুঁজে খুঁজে পাই না দেখা

কত না ডেকেছি

যখনই কৃপা করে এনেছ—কত না ডেকেছি
তোমাদের বসতি-স্থানে গিয়ে—কত না ডেকেছি

ডেকে ডেকে সাড়া না পেয়ে
গিয়েছি শ্রীকুণ্ড-তীরে

এই অনুমান করে—গিয়েছি শ্রীকুণ্ড-তীরে

গিয়েছেন সবাই,–গিরি-গোবর্দ্ধনে কুণ্ডতীরে

কেউ নাই বুঝি বৃন্দাবনে—গিয়েছেন সবাই,–গিরি-গোবর্দ্ধনে কুণ্ডতীরে

ইষ্টগোষ্ঠী করবার তরে

দাস-গোস্বামীর সঙ্গে—ইষ্টগোষ্ঠী করবার তরে

দেখতে পাব সবাইকে

সেখানে গেলে পরে—দেখতে পাব সবাইকে

এই—মনে করে গিয়েছি কুণ্ডতীরে
ব্যাকুল হয়ে ডেকেছি
কত না ডেকেছি

সর্ব্বচিত্ত বিলায়ে দিয়ে—কত না ডেকেছি

এই ত’ রাধাকুণ্ড-তীর

কোথা আছ দাস-গোসাঞি—এই ত’ রাধাকুণ্ড-তীর

[মাতন]
সকলে সঙ্গে লয়ে
কোথা আছ গৌরাঙ্গগণ
কোথা বসে কাঁদছ

নীলাচল-বিহার স্মরণ করে—কোথা বসে কাঁদছ
পরস্পর গলা ধরে—কোথা বসে কাঁদছ
হা-গৌর প্রাণ-গৌর বলে—কোথা বসে কাঁদছ

কেউ ত দেখা দিলে না
আমরা,–কেঁদে কেঁদে ফিরে গেছি
হায় রে,–কারে বলব দুঃখের কথা

‘‘এ-সকল প্রভু মেলি, যে-সব করিলা কেলি,
বৃন্দাবনে ভক্তগণ-সাথ।।’’

কিছুই দেখতে পেলাম না রে

‘‘সবে হৈলা অদর্শন, শূন্য ভেল ত্রিভুবন,
অন্ধ ভেল সবাকার আঁখি।’’

কেমন করে দেখবে বল

আঁখি,–তারা হারাল জ্যোতি হারাল—আঁখি আর,–

কেমন করে দেখবে বল
আঁখি,–তারা-গৌরগণ হারাল

দর্শন-শক্তি-গৌর হারাল—আঁখি,–তারা-গৌরগণ হারাল

আঁখি আর,–কেমন করে দেখবে বল
না না সে,–আঁখি অন্ধ হওয়াই ভাল

গৌরলীলা,–দরশনে যে বঞ্চিত হল—না না সে,–আঁখি অন্ধ হওয়াই ভাল

‘‘কাহারে কহিব দুঃখ, না দেখাব ছার-মুখ,’’

আমার,–মুখ কেউ দেখ না

আমি,–গুরু গৌরাঙ্গ-বৈমুখী—আমার,–মুখ কেউ দেখ না

[মাতন]

‘‘আছি যেন মরা-পশু-পাখী।।’’

আমার,–মনুষ্যত্বের গন্ধ নাই রে

কেবল,–দেখতে মানুষের আকার বটে—আমার,–মনুষ্যত্বের গন্ধ নাই রে

মানুষ হলে ভালবাসা থাকত
একতিল কি প্রাণ থাকত

সে-সুখে বঞ্চিত হয়ে—একতিল কি প্রাণ থাকত
শ্রীগুরুদেবের,–সুখময়-সঙ্গ হারাইয়ে—একতিল কি প্রাণ থাকত

পিছে পিঠে প্রাণ যেত চলে

হা গুরু-গৌরাঙ্গ বলে—পিছে পিছে প্রাণ যেত চলে

[মাতন]

‘‘আছি যেন মরা-পশু-পাখী।।
অন্ন-জল-বিষ খাই, মরিয়া নাহিক যাই,
ধিক্ ধিক্ নিলাজ-পরাণ।।’’

আর,–কি-সুখে বা আছ রে

ওরে রে নিলাজ-পরাণ—আর,–কি-সুখে বা আছ রে
গুরু-গৌরাঙ্গ-বৈমুখী প্রাণ-আর,–কি-সুখে বা আছ রে
বঞ্চিত হয়ে সে-সুখ-হতে—আর,–কি-সুখে বা আছ রে
‘বঞ্চিত হয়ে সে-সুখ-হতে’—
এখন,–পড়ে পড়ে মায়ার লাথি খেতে—বঞ্চিত হয়ে সে-সুখ-হতে

কি-সুখে বা আছ রে
গেলেই তো ভাল রে

এখনও ভালয় ভালয়—গেলেই তো ভাল রে
হা গুরু-গৌরাঙ্গ বলে—গেলেই তো ভাল রে

[মাতন]
প্রাণ তোরে মিনতি করি

‘‘যতক্ষণ এই দেহে থাক, হা-গুরু-গৌর বলে ডাক,
তবে যদি যাও সেই ভাল।’’

নিশিদিশি ডাক রে

হা-গুরু-গৌরাঙ্গ বলে—নিশিদিশি ডাক কে

[মাতন]
ব্যাকুল হয়ে কাঁদ রে

ওরে রে কৃতঘ্ন-পরাণ—ব্যাকুল হয়ে কাঁদ রে
শ্রীগুরুদেবের কৃপা সঙরি’—ব্যাকুল হয়ে কাঁদ রে
অহৈতুকী-কৃপা সঙরি’—ব্যাকুল হয়ে কাঁদ রে
‘অহৈতুকী-কৃপা সঙরি’—
অদোষদরশী-শ্রীগুরুদেবের—অহৈতুকী-কৃপা সঙরি’

ব্যাকুল হয়ে কাঁদ রে
ব্যাকুলতা কোথা মিলে
সাধন করে কি ব্যাকুলতা মিলে
আশা করা যায় না

যা,–কোনদিন হয় নাই তো—আশা করা যায় না

যদি চাও ব্যাকুলতা-কণা

আগে তাঁদের গুণ গাও না—যদি চাও ব্যাকুলতা-কণা

তাঁদের গুণ গাও ভাই

যাঁদের ব্যাকুলতা-প্রাণ-তাঁদের গুণ গাও ভাই
যাঁদের,–জনম গেল কেঁদে কেঁদে—তাঁদের গুণ গাও ভাই
হা-নিতাই-গৌরাঙ্গ বলে—তাঁদের গুণ গাও ভাই

[মাতন]
এইবার কৃপা কর হে

হা-শ্রীনিবাস-নরোত্তম—এইবার কৃপা কর হে
রামচন্দ্র-শ্যামানন্দ—এইবার কৃপা কর হে

বিতর ব্যাকুলতা-কণা
যেন,–ব্যাকুল হয়ে কেঁদে বেড়াই

শ্রীগুরু-চরণ হৃদে ধরে—যেন,–ব্যাকুল হয়ে কেঁদে বেড়াই
বৃন্দাবনের বনে বনে—যেন,–ব্যাকুল হয়ে কেঁদে বেড়াই
গৌর দেখা দাও বলে—যেন,–ব্যাকুল হয়ে কেঁদে বেড়াই

[মাতন]
দর্শন-অনুভবানন্দে

গৌরাঙ্গের প্রকট-বিহার—দর্শন-অনুভবানন্দে

যেন,–ব্যাকুল হয়ে কেঁদে বেড়াইয
এই কৃপা কর সবে
দাও শ্রীগুরু-চরণে রতি শ
্রীগুর-বাক্যে বিশ্বাস দাও
শ্রীগুরু,–আজ্ঞা-পালনে শকতি দাও
শ্রীগুরু-চরণে বিকায়ে দাও
এই-কৃপা কর সবে
শ্রীগুরু-চরণ হৃদে ধরি

তাঁর,—প্রাণারাম-নাম গান করি—শ্রীগুরু-চরণে হৃদে ধরি
‘তাঁর,–প্রাণারাম-নাম গান করি’—
ভাই ভাই গলা ধরি’—তাঁর,–প্রাণরাম-নাম গান করি

[মাতন]
ব্যাকুল হয়ে কাঁদ রে
কণ্ঠহার কর রে

শ্রীগুরু-দত্ত-নামাবলী—কণ্ঠহার কর রে

প্রাণভরে গাও রে

শ্রীগুরু-চরণ হৃদে ধরে—প্রাণভরে গাও রে

‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’
গৌরহরি বোল, হরিবোল, হরিবোল, হরিবোল।
‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই-গৌর-হরিবোল।।’’



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ