সই, কি আজু দেখিলুঁ রঙ্গ।
আজু গিয়াছিলু যমুনা-সিনানে
দুই চারি সখী-সঙ্গ।।
একে কাল দেহ,– বসন ভূষণ–
চূড়াটি টালিয়া বামে।
হিরণ্য জনুজ তাহে আরোপিত
বেড়িয়া কুসুম-দামে।।
তার মাঝে দিয়া ময়ূরের পাখা
হেলিছে দুলিছে বায়।
যেমন রবির সুতার তরঙ্গ
লহরী তেমতি প্রায়।।
ভালে শশধর মলয় চন্দন
তার মাঝে গোরোচনা।
তাহার সৌরভ পেয়ে অলিকুল
করে আসি আনাগোনা।।
নাসা খগ জিনি কিবা কির গণি
এ দুটি লখিলে নয়।
আকর্ণ পূরিত এ দুটি লোচন
চঞ্চল শোভিত হয়।।
কটাক্ষ মিশালে হাসির হিল্লোলে
অমিয়া বরিখে রাশি ।
দেখিয়া সে রূপ হেন মনে করি
সদা থাকি দিবা নিশি।।
গলে বনমালা কিবা করে আলা
যমুনা দুকূল ভরি।
পীতবাস অতি কাঞ্চন মূরতি
করেতে মুরলী ধরি।।
এত দিন বসি গোকুল-নগরে
না দেখি না শুনি কাণে।
এমন মূরতি গড়ে কোন বিধি
দীন চণ্ডীদাসে ভণে।।