সই, কি আর জীবনে সাধ।
কুল ও কুল দুকুল ভরিয়া
বাড়াইলা পরমাদ।।
শাশুড়ী ননদী গঞ্জে দিবারাতি
তাহ বা সহিব কত।
পাড়ার পড়শী ইঙ্গিত আকারে
কুবচন বলে যত।।
অবলা-পরাণে এত কিনা সয়
শুন গো পরাণ-সই।
মনের বেদনা যতেক যাতনা
আপন বলিয়া কই।।
এ ঘর করণ কুলের ধরম
ভরম সরম গেল।
কলঙ্কিনী বলি জগৎ ভরিল
নিশ্চয় মরণ ভেল।।
চণ্ডীদাস বলে শুন শুন রাধা
সে শ্যাম তোমার বটে।
কি করিতে পারে গরু দুরুজনা
কানু সে রয়েছে বাটে।।