সই কি আর বোল মোরে।
রসিক-সিখর ছারিআ জাইবে
কে[ম]তে রহিব ঘরে।।
কাহারে কহিব মনের বেদনা
প্রাণ মুর রহিবে কিষে।
আম্রত বলিআ গরল ভক্ষিলাম
তনু জ্বর জ্বর বিষে।।
কে আছে এমন বুঝি [জ]বে মরম
জানিবে মনের দুখ।
ষে বন্ধু লাগিআ পরান যে রোয়
মলিন হইল মুখ।।
পিরিতি লাগিআ মরিয়ে ঝুরিয়া
সরিল করিলাম কালা।
চণ্ডিদাস কহে শুনলো যুবতি
বারিবে বিসম জ্বালা।।