সই, কি কাজ এ ছার ঘরে।
শ্যাম নাম নিতে না পারি গৃহেতে
তবে তারা হেদে মরে।।
কেবল রাধার পরিবাদ সার
সে সব কুলের মণি।
লোক চরাচরে মনু মনু মনু
কি ছাড় পড়সী গণি।।
আমি সে লয়েছি শ্যাম-হেমমালা
হৃদয়ে পরিয়াছি।
কহে যত জন শত কুবচন
সে বহি লইয়াছি।।
চণ্ডীদাস কহে শ্যাম সুনাগর
তজহ কিশোরী গোরী।।
লোক-পরিবাদ মিছা যত হয়
গোকুলে গোপের নারী।।