সই চল দেখি গিয়া।
কেমন বন্ধানে নাচে গোরা বিনোদিয়া।।ধ্রু।।
পীত পিরীতিময় রূপের সাজনি।
পীত বসন রাঙ্গা ডোরের দোলনি।।
সর্ব্বাঙ্গে চন্দন গলে নব বনমালে।
কত ফুলশর ধায় অলিকুলজালে।।
ভাবের আবেশে পুলকের নাহি ওর।
অনুরাগে অরুণ নয়ানে বহে লোর।।
সাত পাঁচ করে প্রাণ ধরিতে নারি হিয়া।
হেন মনে করে সাধ পরশি ধাইয়া।।
নদীয়ার কুলবধূর গেল কুললাজে।
নিশ্বাস ছাড়িতে নাহি সভার সমাজে।।
কহয়ে নয়নানন্দ আছয়ে উপায়।
সুরধুনীতীরে যাই দেখিব গোরারায়।।