সই,তাহারে বলিব কি।
এমতি করিয়া শপথি করিলে
বৃথায় জীবন জী।।
ধরম গুণে ভয় না মানে
এমন ডাকাতি সেহ।
বুঝিলাম মনে ডাকাতিয়া সনে
ঘুচিল ভাল যে দেহ।।
বিনি যে পরখি রূপ যে দরখি
ভুলিনু পরের বোলে।
পীরিতি করিয়া কলঙ্ক হইল
ডুবিনু অগাধ জলে।।
গুরুর গঞ্জন সহি সদাতন
না জানি কিসের বশে।
অমিয়া হইয়া গরল হইল
এমতি বুঝিলাম শেষে।।
আগে যদি জানিতুঁ সতর্কে থাকিতুঁ
এমত না করিতুঁ মনে।
সে হেন পীরিতি হবে বিপরীতি
কে জানে এমন মনে।।
চণ্ডীদাস কহে ধৈর্য্য ধরি রহ
কাহারে না কহ কথা।
কথা যে কহিবে যথা সে যাইবে
মনেতে পাইবে ব্যথা।।