সকল ভকতগণ শচী মায়ে দেখি।
সকরুণ হৈয়া কয় ছলছল আঁখি।।
থির কর প্রাণ তুমি দেখিবে তাহারে।
নিত্যানন্দে পাঠাইল তোমা দেখিবারে।।
আমরা যাইব সভে নীলাচলপুরী।
গঙ্গাস্নান বলিয়া আনিব সঙ্গে করি।।
ঐছন বচন কহি প্রবোধ করিলা।
সভে মেলি থির করি ঘরে বসাইলা।।
প্রেমদাস কহে হেন নদীয়ায় পিরীতি।
কি করি ছাড়িল গৌর না বুঝি কি রীতি।।