সকল ভকত লৈয়া ফাগুয়া খেলায়।
নদীয়ার মাঝে গোরা নাচিয়া বেড়ায়।।
নিত্যানন্দ গদাধর নাচে দুই পাশে।
নরহরি নাচে কিবা গোরা অভিলাষে।।
নিত্যানন্দ সঙ্গে গৌরীদাস নাচে রঙ্গে ।
শ্রীবাস স্বরূপ নাচে গদাধর সঙ্গে।।
গোরা মুখ হেরি নাচে অদ্বৈত রায়।
অবনী ভাসায়ল প্রেমের বন্যায়।।
গোবিন্দ মাধব বাসু তিন ভাই গায়।
হরি বলি হরিদাস নাচিয়া বেড়ায়।।
নদীয়া নাগরী সব গোরা মুখ চায়।
নয়ানের কোণে সভার পরাণ দোলায়।।
নরোত্তম দাসে কহে ভাল নাচে গোরা।
প্রেমে অঙ্গ গরগর দু নয়নে ধারা।।