সকল মহান্ত মেলি সকালে সিনান করি
আইল গৌরাঙ্গ দেখিবারে।
গৌরাঙ্গ গিয়াছে ছাড়ি বিষ্ণুপ্রিয়া আছে পড়ি
শচী কাঁদে বাহির দুয়ারে।।
শচী কহে শুন মোর নিমাই গুণমণি।
কেবা আসি দিল মন্ত্র কে শিখাইল কোন তন্ত্র
কি হইল কিছুই না জানি।।ধ্রু।।
গৃহমাঝে গিয়াছিনু ভালমন্দ না জানিনু
কিবা করি গেলে রে ছাড়িয়া।
কেনে নিঠুরাই কৈলে পাথারে ভাসাঞা গেলে
রহিব কাহার মুখ চাহিয়া।।
বাসুদেব ঘোষের ভাষা শচীর এমন দশা
মড়া হেন রহিল পড়িয়া।
শিরে করাঘাত মারি ঈশান দেখায় ঠারি
গোরা গেল নদীয়া ছাড়িয়া।।