সকল রাখাল মেলি খেলা আরম্ভিল।
রাম কানাই দুই ভাই দু দিগে দাঁড়াইল।।
শ্রীদামে কানাইয়ে খেলা বলাইয়ে সুবলে।
এইমত আর সব শিশুগণে খেলে।।
কানাই হারিয়া কান্ধে করয়ে শ্রীদামে।
সুবল হারিয়া কান্ধে করে বলরামে।।
বংশীবটের তলে রাখিবারে যায়।
হেরি সব শিশুগণে শিঙ্গা বেণু বায়।।
শ্রীদাম কানাইর কান্ধ হইতে নামিল।
আবা আবা রব দিয়া নাচিতে লাগিল।।
এ দাস মাধব বলে অপরূপ নহে।
প্রেমের অধীন কানাই সাধুলোকে কহে।।