সকালে গোধন লঞা গোঠে গেল বিনোদিয়া
দিঞা শিঙ্গা বেণুর নিসান।
গুরুজনা আঙ্গিনাতে না পাল্যাম বাহির হত্যে
না হেরিলাম সো চান্দ বয়ান।।
সজনি কোন পথে গেল শ্যামরায়।
যেমন করিছে মন প্রাণ করে উচাটন
চান্দ মুখ দেখিলে জুড়ায়।।
যশোমতি নন্দ ঘোষ তাহারে কি দিব দোষ
গোকুলে গোধন হল্য কাল।
আমাসভার জীবন গোকুলের প্রাণধন
গোঠে গেল মদনগোপাল।।
চল যাই সেই পথে পসরা লইঞা মাথে
যেখানে আছয়ে শ্যামরায়।
আহা মরি লুনি জিনি সুকোমল তনুখানি
গোবিন্দদাস বলি যাই।।