সকালে যাই ধেনু ল’য়ে। এ বনেতে ভয় আছে ভাই মা আমায় দিয়েছে ক’য়ে।।
আজকার খেলা এই অবধি গোছা রে ভাই ধেনু আদি।
প্রাণে বেঁচে থাক যদি কাল আবার খেলো আসিয়ে।।
নিত্য নিত্য বন ছাড়ি সকালে যাইতাম বাড়ি ।
আজ আমাদের দেখে দেরি, মা আছে পথপানে চেয়ে।।
বলেছিল মা যশোদে কানাইকে দিলাম বলা’র হাতে।
ভাল মন্দ হ’লে তাতে, লালন কয়, কি বলবো যেয়ে।।