সখিগণ সঙ্গে চললি নবরঙ্গিণি
শোভা বরণি না হোয়।
কত শত চাঁদ চরণ-তলে নীছই
লাখ মদন তহিঁ রোয়।।
দেখ দেখ পহিল সমাগম-রঙ্গ।
পদ দুই চারি চলত পুন ফীরই
ভীতহিঁ কম্পিত অঙ্গ।।
ঐছন ভাতি আওল যাহাঁ মাধব
দ্বারহি রহ পুন থারি।
অদভূত মনহি বিলাসন-উন্মুখ
তবহিঁ নয়নে ঝরু বারি।।
পুন পরবোধিয়া নিকটহিঁ আনিয়া
কহে সখি সুমধুর বাণী।
বুঝি করবি রতি জগতে দুলহ অতি
কমলিনি সোঁপিলু আনি।
আপন করি তোঁহে ইহ যৈছে জানত
ঐছন করবি আচার।
মধুসূদন পুন চন্দন বিলেপন
বর-কুসুমে সু-শিঙ্গার।।
কহ রাধামোহন আর কিয়ে শুভদিন
ঐছন হোয়ব মোরি।
নিজ জন জানি সেবনে নিয়োজব
সহৃদয় মোহে গোরি।।