[সখি আর কি কহিতে ডর।
যাহার লাগিয়া সব ছাড়িলাম সে কেন বাসয়ে পর।
সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি।
অন্তরের বেদন যে জন জানয় তাহারে পরাণ দি।।
কানুর পীরিতি কহিতে শুনিতে পরাণ ফাটিয়া উঠে।
শঙ্খ বণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে ।।]
গৃহে গুরুজন স্বামী তরজন যা লাগি না দিনু কানে।
এখন কি লাগি সে লোকে আমারে না চাহে নয়ন কোণে।।
সই পরখী বুঝিনু কাজে।
বিনি অপরাধে সাধিলে বাদ জগত ভরিল লাজে।
সে সব পীরিতি সাদর আরতি সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব এমন জানিয়া এখন যায় পরাণে।।
সহজে অবলা আগু অনুসরে না জান কি হয় পাছে।।
জ্ঞানদাস বলে সময় বুঝিতে কে যেন এমন আছে।