সখি কহবি কানুর পায়।
সে সুখ সায়র দৈবে শুকায়ল
পিয়াসে পরাণ যায়।।
সখি-ধরবি কানুর কর।
আপনা বলিয়া বোল না তেজবি
মাগিয়া লইবি বর।।
সখি – যতেক মনের সাধ।
শয়নে স্বপনে করিনু ভাবনে
বিধি সে করিল বাদ।।
সখি – হাম সে অবলা তায়।
বিরহ আগুন দহে শতগুণ
সহন নাহিক যায়।।
সখি – বুঝিয়া কানুর মনে।
যেমন করিলে আইসে সে জন
দ্বিজ চণ্ডীদাস ভণে।।