সখি কি কহিল সে নয়নঠারে।
নিশ্বাস ফেলিতে ঠাঞি এ ঘরে উসাস্ নাই
বিশ্বাস করিয়া কব কারে।।
ঝলক পুলক রঙ্গ কত না লুকাব অঙ্গ
সদাই সজল থাকে আঁখি।
বসনের ভাব ভরে হিয়া দুরু দুরু করে
ইথে কুল কি করিয়া রাখি।
করিতে চাই আন নাম মুখে বাহিরায় শ্যাম
কিবা কাজ গুরু জনা মাঝে।
মনের সহিতে কালা ছাড়িতে বাড়য়ে জ্বালা
বুঝিয়া বিদায় দিনু লাজে।।
না দেখিলে তার মুখ বিদরিতে চাহে বুক
এ না দুখ সহিতে কি পারি।
জানে শিবরাম দাস যে দুখে করিয়ে বাস
বৈরী মাঝে কুলের বৌহারি।।