সখি, কহবি কানুর পায়।
সে সুখ-সায়র দৈবে শুকায়ল
তিয়াসে পরাণ যায়।।
সখি, ধরবি কানুর কর।
আপনা বলিয়া বোল না তেজবি
মাগিয়া লইবি বর।।
সখি, যতেক মনের সাধ।
শয়নে স্বপনে করিলুঁ ভাবনে
বিহি সে করল বাদ।।
সখি, হাম সে অবলা তায়।।
বিরহ-আগুন হৃদয়ে দ্বিগুণ
সহন নাহিক যায়।।
সখি, বুঝিয়া কানুর মন।
যেমন করিলে আইসে সে জন”–
দ্বিজ চণ্ডীদাস ভণ।।