সখি হে অব কিয়ে করব উপায় ।
সুখে থাকিতে বিহি না দিলে আমায়।।
হাম আয়লুঁ সখি কানু আশোয়াসে ।
ধিক ধিক অব ভেল জীবন শেষে।।
সো চঞ্চল হরি শঠ-অধিরাজ।
পহিলহি না জানি কৈলুঁ হেন কাজ।।
কারে দোষ দিব সখি আপন কুমতি।
আপন খাইয়া মুঙি করিলুঁ পিরিতি।।
পরিণামে হেন হবে ইহা নাহি জানি।
তবে কেনে এ আগুণে ডারিব পরাণি।।
পর পুরুষের সনে পিরিতির সাধ।
নরোত্তম দাস কহে বড় পরমাদ।।