সখি হে এ তুয়া কৈছন রীত।
তুয়া বচনে ধনি বেচল নিজ তনু
তুহুঁ পুন কহ বিপরীত।।
স্বামি-বরত ছলে কাননে আনলি
একলি প্রিয়-সখি মোর।
নলিনি-সুকোমল দুলহ সুনায়রি
ডারলি মদ-করি-কোর।।
সখি সতি-বরতিনি নব-কুল-কামিনি
পর-পিয়া স্বপনে না জানি।
এ নব যৌবন অমুল রতন-ধন
পর-করে দেয়লি আনি।।
তুয়া রসে রসবতি ছোড়ল নিজপতি
গুরুজন-ভীত না মানি।
বলরামদাস-হিয়া অমিয়া নিসিঞ্চব
চম্পকলতা-সখি-বাণী।।