সখি হে কাহে কহসি কটুভাষা।
ঐছন বহুগুণ একদোষে নাশই
এক গুণ বহুদোষনাশা।।ধ্রু।।
কি করব জপতপ দান ব্রত নৈষ্ঠিক
যদি করুণা নহি দীনে।
সুন্দর কুল শিল ধন জন যৌবন
কি করব লোচনহীনে।।
গরল সহোদর গুরুপত্নীহর
রাহুবমন তনু কারা।
বিরহ হুতাশন বারিজনাশন
একগুণ শশি উজিয়ারা।।
পরসুতহীত যতন নাহি নিজসুতে
কাকউচ্ছিষ্ট রসপানী।
সো সব অবগুণ সগুণ এক পিক
বোলত মধূরিম বাণী।।
কানুক পিরীতি কি কহব রে সখী
সব গুণ মূল অমূলে।
বংশী পরশি শপথি করে শত শত
তবহিঁ প্রতিত নাহি বোলে।।
বরপরিরম্ভণ চুম্বন আলিঙ্গন
সঙ্কেত করি বিশোয়াসে।
আন রমণি সঞে সো নিশি বঞ্চল
মোহে করল নৈরাশে।।
সুন্দর সিন্দূর নয়নক অঞ্জন
সঞ্চরু দশ নখরেখা।
কুঙ্কুম চন্দন অঙ্গে বিলেপন
প্রাত সময়ে দিল দেখা।।
দশগুণ অধিক অনলে তনু দাহিল
রতিচিহ্ন দেখি প্রতি অঙ্গে।
চম্পতি পৈড় কপূর যব না মিলব
তব মীলব হরি সঙ্গে।।