আওল শরদ নিশাকর নিরমল পরিমল কমলবিকাশ। হেরি হেরি বরজ রমণিগণ মুরছই সোঙরিয়া রাসবিলাস।। মাধব তুয়া অতি চপলচরিত। কিয়ে অভিলাষে রহলি মথুরাপুরে বিসরিয়া পুরুবপিরীতি।।ধ্রু।। এ সুখযামিনি বিরহিণি কামিনি কৈছনে ধরব পরাণ। রোই রোই ভরম সরম সব তেজল জিবইতে নাহি নিদান।। অমল কমলদল যো মুখমণ্ডল অব ভেল ঝামর তূল। চম্পতিপতি তোহে কিয়ে সমুঝায়ব পেখহ বল্লবিকূল।।
keyboard_arrow_right