সখীগণ সঞে নাহি হাস সম্ভাষ।
অনুখন ধরণীশয়নে অভিলাষ।।
এ হরি যব ধরি পেখল তোয়।
তব ধরি দিনে দিনে ঐছন হোয়।।ধ্রু।।
নয়নকমলে জল গলয়ে সদায়।
বিরলে বসিয়া সে তোহারি গুণ গায়।।
তহি যব প্রিয়সখী আওত কোই।
চরণে লিখয়ে মহী নিশবদ হোই।।
যতনে পুছিয়ে যব মরমক বোল।
উতর না দেয়ই রোয়ে উতরোল।।
কিয়ে পুন আছয়ে হিয়ে অভিলাষ।
না বুঝিয়ে কহ ঘনশ্যামর দাস।।