সখীমুখে শুনিয়ে এ কথা।
রাধিকা হইলা বিষাদিতা।।
একি কহ বিস্ময় বচন।
অকালে কুলিশ ঘাতন।।
রোই রোই শ্রীরাধিকা বোলে।
এই ছিল আমার কপালে।।
কি না হৈতে হায় কি হইল।
পরাণ বন্ধুয়া কোথা গেল।।
কেনবা করিলাম হাম মান।
হারাইলাম নব ঘনশ্যাম।।
কেশ বেশ না সম্বরে ধনী।
কুণ্ড মুখে ধাইল অমনি।।
রাধা সঙ্গে যায় সখীগণ।
কৃষ্ণ বলি করয়ে রোদন।।
গদাধর কুণ্ডতীরে গিয়ে।
মুরছিত বংশী নিরখিয়ে।।