সখীর বচনে অথির কান।
বুঝল সুন্দরী তেজল মান।।
অরুণ নয়ানে ঝরয়ে লোর।
গদগদ স্বরে বচন বোল।।
কেমনে সুন্দরী মিলব মোয়।
অনুকূল যদি বিধাতা হোয়।।
এত কহি হরি সখীর সঙ্গে।
মিলল রাইয়ে আনন্দ রঙ্গে।।
হেরি বিধুমুখী বিমুখী ভেল।
কানুরে সো সখী ইঙ্গিত কেল।।
চরণ কমলে পড়ল কান।
সখীর বচনে তেজল মান।।
ধনীমুখশশী হরি চকোর।
হেরিতে দুহুঁক গলয়ে লোর।।
হৃদয় উপরে ধরল রাই।
প্রেমদাস তব জীবন পাই।।