সখীর বচনে ধনী থির করি চিত।
করইতে গমন ভেল উলসিত।।
পদ দুই চারি চললি সখী মেলি।
ধস ধস অন্তর ধাধস ভেলি।।
খেনে খেনে চৌঙকি পাদ পালটায়।
খেনে কাতর দিঠে সখিমুখ চায়।।
সখিগণ পুন পুন করে আশোয়াস।
রহি রহি ধনী হিয়ে উপজে তরাস।।
ঐছনে কুঞ্জে মিলল হরি পাশ।।
দূরে হেরই যদুনন্দন দাস।।