সখীর বদন হেরিতে নাগর
নিঝরে নয়ান ঝরে।
শয়নে স্বপনে না জানি যা বিনে
সে কেনে এমন করে।।
শুন লো মরমি সখি।
সে ধনী-নিয়ড়ে যাইব কেমনে
সদয় হইবে নাকি।।
যদি পুন ধনী আমারে দেখিয়া
ফিরিয়িা বৈসয়ে রোখে।
আমার কারণ বিনয়-বচন
কহিতে হইবে তোকে।।
হেন মনে করি ধীর পদ ধরি
চলিলা দূতীর সনে।
দূতীরে মোহন সাধে পুনপুন
এ যদুনন্দন ভণে।।