সখী সঙ্গে বসি রঙ্গে বিনোদিনী রাই।
শ্যাম বিনে রাইএর মনে আর কিছু নাই।।
রাই বসি দূতী আসি কয় হাসি হাসি।
ঐ দেখ রাধা বলে ডাকে শ্যামের বাঁশী।।
কিছুই না বল রাধে কিবা আছে মনে।
চলে যেতে ঢ’লে পড়ে চায় পথ পানে।।
বিনতি করিয়া তোরে পাঠাইল মোরে।
চলহ বিপিনে রাই মান কর দূরে।।
চলহ চলহ রাধে কি বলিব আর।
এই দেখ এনেছি শ্যামের গলার হার।।
শ্যাম অঙ্গের মালা দেখি আঁখি ছলছল।
যুগল নয়নে রাধার বহে প্রেম জল।।
অকিঞ্চন দাস কহে করিয়া বিনয়।
অভিসারে চল রাই বড় শুভোদয়।।