সঘনে আলিঙ্গন করু কত ছন্দ।
জনু ঘন দামিনী লাগল দ্বন্দ্ব।।
বদনে বদন ধরু মনমথ ফন্দ।
কিয়ে একুঠামে বান্ধল যুগচন্দ।।
মদনমহোদধি উছল হিলোর।
জনু নিধি-যুগল করত ঝকঝোর।।
শ্রমজলে পূরিত দুহু ভেল এক।
জনু রতিমঙ্গল জয় অভিষেক।।
ঘেরি বহল কচ তিমির বিথার।
জনু রণ জীতল জয় পরচার।।
রাগী অধর উরজ অতি চণ্ড।
না গণয়ে রদ নখ খণ্ডন দণ্ড।।
কুচপর বিদগধ পাণি বিরাজ।
কনক কলসে জনু কিশলয় সাজ।।
সব কাননভরি পরিমল ভান।
হরিবল্লভ অলিকুল গুণ গান।।