সঙ্কেত-কাননে শেজ বিছাইয়া
কিসের লাগিয়া কান্দ।
আমার বচন শুনি এক ক্ষণ
হৃদয়ে ধৈরজ বান্ধ।।
রাধে কর-যোড় করি তোরে।
বিকলা হইলে কি হয় কিঞ্চিৎ
সময় রহিবে ধীরে।।ধ্রু।।
আসিবার কাল হইল আসিঞা
এখনি আসিবে কানু।
শ্রবণ পাতিঞা বসিঞা থাকহ
এখনি শুনিবে বেণু।।
সুমঙ্গল-কাজে কাকু না উচিত
এ বুদ্ধি শিখিলি কোথা।
শেখর চন্দ্রমা কহে কর ক্ষেমা
বদন হইল রাতা।।