সজনি অপরূপ রূপ দেখ সিয়া।
নাচয়ে গৌরাঙ্গচাঁদ হরিবোল বলিয়া।।
সুগন্ধি চন্দনসার গন্ধ করবীর মাল
গোরাঅঙ্গে দোলে হিলোলিয়া।
পুরব পরোক্ষভাব পরতেক দেখ লাভ
সেই এই গোরা বিনোদিয়া।।
ত্রিভঙ্গ হইয়া রহে মধুর মুরলী চাহে
বান্ধে চূড়া চাঁচর চিকুরে।
কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে মালসাট মারে বুকে
ক্ষণে বোলে মুঞি সে ঠাকুরে।।
জাহ্নবী যমুনাভ্রম তীরতরু বৃন্দাবন
নবদ্বীপ গোকুল মথুরা।
কহয়ে নয়নানন্দ সেই সখা সখীবৃন্দ
কালা তনু এবে হৈল গোরা।।