সজনি! আজু কত অপরূপ রঙ্গ।
রমণিক বেশ ধরি রসিক নাগর বর
যায়ত দূতীক সঙ্গ।।
আগুপদ বাম বামা-গতি চললি
বামে পেখলুঁ শ্যাম।
বামে ভুজে ঘন বসন উড়ায়ত
বাম কুন্তলে অনুপাম।।
পট্টাম্বর পরি অভিনব নাগরি
তৈখনে করল পয়ান।
সীঁথারি কাম সিন্দুর পরিহরি
লখই না পারই আন।।
মণিময় কঙ্কণ দুইভুজে শোভল
শঙ্খ শোভে তার মাঝে।
এমন চতুর বর দেখি নাহি নাগর
এ মহিমণ্ডল মাঝে।।
পদতলে অরুণ মুই দেখিলুঁ
তেঁ করিল অনুমান।
গোবিন্দ কহে চতুর শিরোমণি
রাধা-মন্দিরে করল পয়ান।।