সজনী দখিণ নয়ন কেনে নাচে।
খাইতে শুইতে আমি সোয়ান্তি না পাই গো
অমঙ্গল হব জানি পাছে।।ধ্রু।।
শয়নে সপনে আমি ভয় কেন বাসি গো
বিনি দুখে চিন্তা উপজায়।
প্রিয় সহচরীকথা সহা নাহি যায় গো
সুখ নাহি পাই আপন গায়।।
নগর বাজারে কেনে কানাকানি শুনি গো
ঘরে ঘরে শুনি উতরোল।
কাহারে পুছিলে কেহ উতর না দেয় গো
কেহ নাহি কহে সাঁচা বোল।।
আমারে ছাড়িয়া পিয়া বিদেশে যাইবে গো
এই কথা বুঝি অনুমানে।
গোপাল দাসেতে কয় কৈতে বাসি ভয় গো
কেবা জানি আইল বিমানে।।