সজনী না বুঝিয়ে গৌরাঙ্গ-বিহার।
কত কত অনুভব প্রকটিত হোয়ত
কত কত বিবিধ বিকার।।
নীরস-বদন ভেল শচিনন্দন
হেরি মোহে লাগয়ে ধন্ধ।
বিরহ-ভাবে জনু গোপিগণ বোলত
তৈছন বচনক বন্ধ।।
নয়নক নিন্দ গেও মঝু বৈরিণি।
জনমহি যো নাহি ছোড়।
স্বপনহি সো মুখ দরশন দুর্লভ
কতয়ে সহত দুখ মোর।।
এত কহি হরি হরি বলি পুন কান্দই
ভাবে থকিত ভেল অঙ্গ।
কহ রাধামোহন হাম নাহি বুঝিয়ে
সো বর-প্রেম-তরঙ্গ।।