সদায় রাধার মনে জ্বালা শুন লো সই। ধু
কি দিয়া বান্ধিমু হিয়া, মাধবেরে না দেখিয়া, প্রাণি মোর গেল যার সনে।
না দেখিলে চক্রপাণি, নিরোধ না মানে প্রাণি, দহে তনু কালা কাম বাণে।।
না দেখি হরির মুখ, বিদরে দারুণি বুক, সহিতে না পারি প্রেমানল।
হই লাজ নাম ছাড়া, কাঁখেত কলসী রাধা নিঃসরিল ভরিবারে জল।।
হীন আলি রাজা বোলে গেল রাধা নন্দীকূলে, দেখিল যমুন তীরে হরি।
বংশী বাহে গাহে গীত, মজিল রাধার চিত, কেলি হৈল কায়-প্রাণে জড়ি।।