সব ঋতু সঙ্গে আইল রস রঙ্গ সহিত। বিরহিনী ক্ষীণ তনু মদনে চিন্তিত।
আইল বসন্ত ঋতু লইয়া নব শর, মনোজ সারথি লৈয়া সঙ্গে।।
তরু সব হরষিত, সতত যে পুলকিত, দশ দিগ শোভে নব রঙ্গে।।
ফিরএ কন্দর্প বর, হাতে লটয়া ধনুশর, সমীর তুরঙ্গে সোয়ার।
নানা তরু লতা ফুলে, শিরীষ চামর দোলে, ষটপদ যন্ত্রের ঝঙ্কার।।
কহে আপজল হিত, বরিখে মাধবী রিত, নিবারিতে কাম দগাধন।
ছৈয়দ পেরোজ সাহা, সুধাময় অবগ্রহা, (ভজ সখি) সুরঙ্গ চরণ।।