সপ্তদ্বীপ দীপ্ত করি শোভে নবদ্বীপপুরী
যাহে বিশ্বম্ভর দেবরাজ।
তাহে তার ভক্ত যত তাহাতে শ্রীবাস খ্যাত
শ্রীকৃষ্ণকীর্ত্তন যার কাজ।।
জয় জয় ঠাকুর পণ্ডিত।
যার কৃপালেশ মাত্র হয় গৌর প্রেমপাত্র
অনুপম সকল চরিত।।
গৌরাঙ্গের সেবা বিনে দেবাদেবী নাহি জানে
চারি ভাই দাসদাসী লৈয়া।
সদত কীর্ত্তনরঙ্গে গৌর গৌর-ভক্ত সঙ্গে
অহর্নিশি প্রেমে মত্ত হৈয়া।।
যার ভার্য্যা শ্রীমালিনী পতিব্রতাশিরোমণি
যারে প্রভু কহয়ে জননী।
নিত্যানন্দ রহে ঘরে পুত্র সম স্নেহ করে
স্তন ঝরে নেত্রে বহে পানী।।
কভু বা ঈশ্বরজ্ঞানে নতি করে শ্রীচরণে
কভু কোলে করয়ে লালন।
প্রভুর নৃত্য ভঙ্গ লাগি মৃত পুত্রশোক ত্যাগি
শুনি প্রভু করয়ে রোদন।।
ভ্রাতৃসুতা নারায়ণী বৈষ্ণবমণ্ডলে ধ্বনি
যার পুত্র বৃন্দাবন দাস।
বর্ণিয়া চৈতন্যলীলা ত্রিভুবন উদ্ধারিলা
প্রেমদাস করে যার আশ।।