সরুয়া কাঁকলি ভাঙ্গিয়া পড়ে।
তাহে তনুসুখ বসন পরে।।
কোঁচার শোভায় মদন ভুলে।
যুবতি জীবন ঘুরিয়া বুলে।।
শচীর দুলাল গৌরাঙ্গ চাঁদে।
বান্ধল রঙ্গিণী ভুরুর ফাদে।।
আঁখির বিলোল মুচকি হাসি।
কুলবতীব্রত নাশিল বাসি।।
বঙ্গ গুলাল চাঁপার ফুলে।
কি দিয়া বান্ধিল কুন্তলমূলে।।
চাঁচর কেশের লোটন দেখি।
কোন ধনী নিজ ধৈরজ রাখি।।
কপালে চন্দন ফোঁটার ছটা।
রসিয়া যুবতি কুলের ফোঁটা।।
নিতম্ব মণ্ডলে কাম রয়ে।
ইছিয়া নিছিয়া পরাণ দিয়ে।।
গোবিন্দদাসিয়া মরমে জাগে।
তাহে কোন ছার যৌবন লাগে।।