সব সহচরী সহ বিনোদিনী রাই।
উঘাড়িলা সে মঞ্জুষা নিকটেতে যাই।।
দেখিতে পাইল শ্যাম নব জলধরে।
রাধিকা কপট ক্রোধে কহে ললিতারে।।
এ দুষ্ট ভূষণ মম সব চুরি করি।
অভিসার করিয়াছে পতিশিরে চড়ি।।
দিতে বল সখী মোর ভূষণ ফিরায়ে।
নতুবা যে শাস্তি দিব রাজারে কহিয়ে।।
শ্যাম কহে পাঠাইয়া ছিলে নিজ পতি।
তেই আসিয়াছি আমি তোমার বসতি।।
যদি পদে অপরাধি হয়ে থাকি আমি।
যে শাস্তি উচিত হয় দাও মোরে তুমি।।
হাসিয়া বাখানি শ্যামে যত সখীগণে।
শ্রীরাধার সহ বসাইল একাসনে।।
রাধাকৃষ্ণ পদ হৃদে করিয়া ধারণ।
কহে কবি অকিঞ্চন মঞ্জুষা মিলন।।