সমর সমাধিয়া যুগল কিশোর।
আওল দুহুঁ যাহাঁ কুসুমহিণ্ডোর।।
বৃন্দা দেবীরচিত ফুলদোলা।
ঝূলয়ে দুহুঁ জন আনন্দে বিভোলা।।
কুসুম বরিখে সব সহচরি মেলি।
গাওত বহুবিধ মনসিজকেলি।।
সুমেল করিয়া কত কত যন্ত্র।
নাচত গাওত তাল স্বতন্ত্র।।
দোলত দুহুঁ জল কুসুমহিণ্ডোরে।
দুইদিগে দুই সখী দেই ঝকোরে।।
তড়িত জড়িত জনু জলধর-কাঁতি।
পরিমলে ধাওল মধুকর-পাঁতি।।
অপরূপ দোলত কেলি-নিকুঞ্জে।
দুহুঁ পর কুসুম পড়ই পুঞ্জে পুঞ্জে।।
দুহুঁ মুখ হেরি দুহুঁ মৃদু মৃদু হাস।
হেরি মুগধ যদুনন্দন দাস।।