সরস বসন্ত সুধাকর নিরমল
পরিমল বকুল রসাল।
রসের পসার পসারল রসবতি
গাহক মদনগোপাল।।
বৃন্দাবনে কেলিকলানিধি কান।
হাসবিলাস- মগন দিঠি মন্থর
হেরি মুরছয়ে পাঁচবাণ ।।ধ্রু।।
নব যুবরাজ পরশি তরল মণি
পূছই মূলকি বাত।
তরল-নয়ানি হাসি মুখ মোড়ই
ঠেলই হাতহিঁ হাত।।
দুহুঁ রসে ভোর ওর নাহি পায়ই
রস চাখই মদন দালাল।
দাস অনন্ত কহ ইহ রসকৌতুক
দ্বিজকুল কহে ভালি ভাল।।