সহচরিবচনহিঁ বিদগধ নাগর
আকুল অথিরপরাণ।
তুরিতহি গমন করল যাহাঁ মানিনী
ঢল ঢল সজলনয়ান।।
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ করয়ে যত রঙ্গিণি
হাম যৈছে তুহুঁ পরমাণ।।ধ্রু।।
তাহে বিনু নিশি দিশি আন নাহি হেরিয়ে
ও মুখ সতত ধেয়ান।
ও মুখ বোল শ্রবণে মঝু লাগি রহু
সো গুণ অহনিশি গান।।
এত কহি মাধব মিলল রাই পাশে।
ঠাড়ি রহল তহিঁ যাই।
অবনত বয়নে রহল যব মানিনী
জ্ঞানদাস মুখ চাই।।