সহচরি সঙ্গে রঙ্গে চলু কামিনি
দামিনি যৈছে উজোর।।
গোবর্দ্ধন-তট নিকট বাটহি
যজ্ঞ-ঘৃত লেই ভোর।।
দেখ সখি অপরূপ রঙ্গ।
নিরূপম বিলাস রসায়ন পিবইতে
দুহুঁ জন পুলকিত অঙ্গ।।
দূর সঞে দরশন অনিমিখ লোচনে
বহতহিঁ আনন্দ-নীর।
আনন্দ-সায়রে ডুবল দুহুঁ জন
বহু খণে ভৈ গেল থীর।।ধ্রু।।
অতিশয় আদর বিদগধ নাগর
রাই নিয়ড়ে উপনীত।
ইহ যদুনন্দন নিরখই দুহুঁ জন
অতিসুখে নিমগন-চীত।।