সহচর অনুভব সুবল জানি সব
কহে কিছু কপট বচনে।
ধেনু চরাইতে গেলে কান্দিঞা বিদায় দাও
তেঞি না বলিঞা গেল বনে।।
আগো মা গোপাল আনিঞা দিব তোরে।
বলাই দাদার সনে যদি পাঠাইবা বনে
শপথ করিঞা বল মোরে।।
সকল গোকুল পুরে সুধাইলে ঘরে ঘরে
কোথাও না পাবে নীলমণি।
চঞ্চল বালক তোর নহে অগোচর মোর
এখনি আনিতে পারি আমি।।
আনিলে তোমার কাছে ভুলাইঞা রাখ পাছে
এ ক্ষীর নবনী দিঞা হাথে।
দীনবন্ধু দাস ভণে অই ভয় বড় মনে
তবে বনে যাব কার সাথে।।