সহচর লৈয়া যেখানে বসিয়া
আছয়ে নাগররাজ।
দূতী দ্রুতগতি যাইয়া নয়ন-
ইঙ্গিতে কহল কাজ।।
চতুর নাগর ধরি তার কর
নিরজনে চলি যাই।
কি লাগি বিরস বদন তোহারি
বিবরি কহ বুঝাই।।
সখী কহে শুনি শুকের শবদ
আন সঞে তুয়া কাম।
সহজে মানিনী ভৈগেল দ্বিগুনি
না শুনে তোহারি নাম।।
এত শুনি হরি ব্যাজ পরিহরি
মিলল রাইক পাশ।
হেরি ভয়ে ভীত মানিনীচরিত
কহয়ে উদ্ধাবদাস।।